রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নে পহরচাঁন্দা গ্রামের সড়কটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। পহরচাঁন্দা বৌদ্ধ মন্দির থেকে গাফতল পর্যন্ত দীর্ঘ ২ কিলোমিটার কাঁচা সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীর। বলতে গেলে সড়কটি অকেজো হয়ে পড়ে আছে অনেক দিন হতে। চরম দূর্ভোর অন্ত নেই তাদের। এব্যাপারে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষে কাছে অনেক বার আবেদন করেও কোন প্রতিকার পাননি। ২০১৩-১৪ অর্থ বছরে পহরচাঁন্দা ষ্টেশন হতে ১ কিলোমিটার ব্রিক সলিন করা হলেও আরো বাকি ২কিলোমিটারে সড়কে এখনো উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। স্থানীয়রা জানিয়েছেন, এসড়ক দিয়ে প্রতিদিন আনুমানিক ২’হাজারেরও বেশি মানুষ যাতায়াত করে থাকে। সড়ক দিয়ে প্রতিদিন ২/৩ শতাধিক শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করে থাকে। যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় প্রতি বছর এলাকার অনেক শিক্ষার্থীর শিক্ষা-জীবন ব্যহত হচ্ছে। জরুরী ভিত্তিতে কোন রোগীকে উপজেলা সদরে চিকিৎসার জন্য আনতে চাইলে সড়কের অবস্থা নাজুক হওয়ায় চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়। বিশেষ করে গর্ভবতী মহিলাদের কষ্ঠের সীমা থাকে না। বর্ষাকালে এসড়ক চলাচলে বেহাল দশায় পরিণত হয়ে পড়ে। সড়কের এ অবস্থার করনে এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পন্য বাজার জাত করতে রীতিমত হিমশিম খেতে হয়। এব্যাপারে পুটিবিলা সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছাত্রনেতা বেলাল উদ্দিন চৌধুরী উক্ত প্রতিবেদককে জানিয়েছেন, উপজেলার বিভিন্ন এলাকায় শত শত কোটি কোটি টাকার উন্নয়ন হলেও আমাদের এলাকায় উন্নয়নের ছোঁয়া পুরোপুরি লাগেনি। লোহাগাড়া উপজেলার মধ্যে আমাদের এলাকাটি সবচেয়ে অবহেলিত ও সুবিধা বঞ্চিত। তিনি আরো বলেন, অনেক আবেদন নিবেদন করে ২০১৩সালে উক্ত সড়কের ১ কিলোমিটার ব্রিক সলিন করতে সক্ষম হয়েছিলাম। কিন্তু বাকি ২ কিলোমিটার রাস্তা এখনো কাচা রয়েছে। যার ফলে এলাকাবাসীর চলাচলে রীতিমত চরম দূর্ভোগে পোহাতে হচ্ছে। পরহচাঁন্দা বৌদ্ধ মন্দির থেকে গাবতল পর্যন্ত সড়কের ২ কিলোমিটার কাঁচা সড়ক ব্রিক সলিন করে এলাকাবাসীর দীর্ঘ দিনের সমস্যা সামধানের জন্য সাতকানিয়া-লোহাগাড়ার মাননীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন এমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় এলাকাবাসীরা।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।