রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আরকান মহাসড়কে দূরপাল্লার বাসে তল্লাসী চালিয়ে ৫ইয়াবা বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
আটকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ মধ্যম জালিয়া পাড়ার সৈয়দ আহমদের পুত্র কোরবান আলী (২৭), বাহার ছড়া এলাকার জাফর আহমদের পুত্র রশিদ আহমদ (২০), চট্টগ্রামের আনোয়ারা পূর্ব বারখাইন তেলার দ্বীপ এলাকার সোড়ইমানের পু্ত্র মতিউর রহমান(২৫), মিজানুর রহমান(২৭) ও বাকলিৃযা শহিদ সাহা রোড ভেলি-১ এলাক্র খালেক মিয়ার পুত্র মো: লোকমান।পৃথক পৃথক অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ সোহরাওয়ার্দী(সরওয়ার) ও এসআই লিটন চন্দ্র সিংহ।থানার এসআই সোহরাওয়ার্দী উক্ত প্রতিবেদককে বলেন,১৬নভেম্বর রাত্রে আরকান মহাসড়কে চুনতি এলাকায় চট্টগ্রাম অভিমূখী বাসে থামিয়ে তল্লাসী চালালে কোরবান আলী ও রসিদ আহমদের কাছ থেকে ২ হাজার পিস, মিজান মতিউর ও লেকমানের কাছ থেকে ৪পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃত ৫জনই ইয়াবা ব্যবসার সাথে জড়িত।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহজাহান পিপিএম বার উক্ত প্রতিনিধিকে বলেন,আরকান মহাসড়কে রোহিঙ্গাদের আটক করতে জাঙ্গালিয়া নামক স্হানে চেক পোষ্ট বসানো আছে।সেখান থেকে বাস যোগে ইয়াবা পাচার কালে আমাদের থানা পুলিশের একটি টীম ৫ ইয়াবা বিক্রেতাকে আটক করেছ পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে লোহাগাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ সোহরাওয়ার্দী(সরওয়ার) জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।