৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

লোহাগাড়ায় বটতলী মোটর স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্ন ও অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া থানায় পুলিশ সেবা সপ্তাহ-১৯ গত ২৭ জানুয়ারি হইতে শুরু হয়ে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বলে থানা সুত্রে জানা গেছে।লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ এলাকায় ২৯জানুয়ারী সকালে আরকান মহাসড়কের দু`পাশে অবৈধভাবে গড়ে উঠা ভাসমান দোকান উচ্ছেদ অভিযান ও স্টেশনে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান করা হয়েছে। ঝাড়ু নিয়ে বটতলী মোটর স্টেশনকে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম। এসময় সাথে ছিলেন লোহাগাড়া ট্রাফিক বিভাগের টিআই মুজিবুর রহমান, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বাবু নিবাস দাশ সাগর,লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক,এসআই মুহাম্মদ আবদুল আউয়াল,এসআই অজয় দেবশীল,সার্জেন্ট মাহবুব আলম খাঁন, এএসআই শফি উল্লাহ, এএসআই নুরুন্নবী।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যা বলেন, বটতলী মোটর স্টেশনের দু`পাশে কোন ধরণের অবৈধ স্হাপনা থাকতে পারবেনা।স্টেশনকে যানজটমুক্ত করার লক্ষ্যে লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে আমরা এ উদ্যোগ নিয়েছি। এ স্টেশনকে যানজটমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।