রায়হান সিকদার,(লোহাগাড়া): “সকল গর্ভধারণ হউক পরিকল্পিত” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় লোহাগাড়া উপজেলা ডায়বেটিক জেনারেল হাসপাতালের উদ্যোগে ১৪ নভেম্বর সকালে বিশ্ব ডায়াবেটিস্ দিবস ২০১৭ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা সদর ইউনিয়নে ডায়বেটিক জেনারেল হাসপাতাল হয়ে বটতলী মোটর ষ্টেশনস্থ এলাকায় প্রদক্ষিণ করে র্যালীটি শেষ করা হয়। র্যালী শেষে হাসপাতালের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মাহাবুব আলম। লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান সমাজকর্মী মো: আরমান বাবু রুমেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্াজাহান পিপিএম (বার), লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা: মো: হানিফ, আমিরাবাদ ইউপির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের ডাইরেক্টর মো: রাশেদুল হক ও মুমিনুল হকসহ আরো অনেকে। র্যালী ও আলোচনা শেষে উপজেলার বিভিন্ন এলাকা অসহায় ডায়বেটিস্ রোগীদের মাঝে বিনামূল্য চিকিৎসা সেবা প্রদান ও শিশু ডায়াবেটিক রোগীদের মাঝে ফ্রি ইনসুলিন প্রদান করা হয়েছে। ১৪ নভেম্বর হতে ১৫ নভেম্বর পর্যন্ত সকল ডায়াবেটিক রোগীদের চিকিৎসা সেবা প্রদান ও শিশু ডায়বেটিক রোগীদেরকে বিনামূল্যে ইনসুলিন প্রদান করা হবে বলে লোহাগাড়া ডায়বেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যন সমাজকর্মী আরমান বাবু রুমেল উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।