৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ২২ মাঘ, ১৪৩১ | ৫ শাবান, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল 

লোহাগাড়ায় মরা মুরগী বিক্রীর অভিযোগে ৫হাজার টাকা জরিমানা

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলায় মরা মুরগি বিক্রির অভিযোগে এক মুরগির দোকানদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ১২ জুন ( বুধবার) সন্ধ্যা সাড়ে ৬টায় বটতলীর কাঁচাবাজারে ব্যবসায়ী মো. আনোয়ার সওদাগর প্রকাশ অানুকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ ।

জানা যায়, ঘটনার দিন উপজেলার দর্জিপাড়া এলাকার জনৈক তৌহিদ নামে এক ক্রেতা ওই দোকান থেকে তিনটি মুরগী কিনেন। মুরগী তিনটি জবাই করে দিতে বলেন। দোকান মালিকের উপস্থিতিতে সেগুলো পেকেট করে দেওয়া হয়। ক্রেতা তৌহিদ মুরগী গুলো বাড়িতে নেওয়ার পর দেখে একটা মুরগী শক্ত এবং গলায় জবাই করার কোন চিহ্ন নেই।

সাথে সাথে মুরগী গুলো ওই দোকানে ফেরত অানলে দোকান মালিক প্রথমে অস্বীকার করে। পরে লোকজন বেশি হলে সে তার দোষ স্বীকার করে ক্ষমা চায়। এসময় ক্রেতা তৌহিদ বিষয়টি উপজেলা প্রশাসনকে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত ওই দোকানে অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহ বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে আসেন। মরা মুরগী বিক্রির বিষয়টি স্বীকার করেন দোকানের কর্মচারী। ভোক্তা অধিকার আইনে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন, অভিযানের সময় বাজারের সকল অসাধু মাংস ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।