১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লোহাগাড়ায় মারছা পরিবহন কাউন্টার উদ্বোধন করলেন এমপি নদভী

রায়হান সিকদার,লোহাগাড়াঃ নানান জটিলতা ও ষড়ষন্ত্রের অবসান ঘটিয়ে লোহাগাড়াবাসীর দীর্ঘদিনের প্রানের দাবী প্রত্যাশা পূরণের লক্ষ্যে অবশেষে সাতকানিয়া-লোহাগাড়ার গনমানুষের জননন্দিত নেতা, সাতকানিয়া-লোহাগাড়া থেকে দ্বিতীয়বারের মত নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও সাংসদের সুযোগ্য সহধর্মিণী, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য নারী জাগরণের অগ্রদূত রিজিয়া রেজা চৌধুরীর বিশেষ অনুরোধে আজ ৩ জুন(সোমবার) দুপুর ২টায় বটতলী মোটর স্টেশনস্হ সিকদার টাওয়ারের সামনে লোহাগাড়া টু চট্টগ্রাম, চট্টগ্রাম টু লোহাগাড়া এসি/নন এসি মারসা পরিবহনের লোহাগাড়া কাউন্টার উদ্বোধন করা হয়েছে।

মারছা পরিবহন কাউন্টার উদ্বোধন করেন সাতকানিয়া-লোহাগাড়ার গনমানুষের জননন্দিত নেতা, সাতকানিয়া-লোহাগাড়া থেকে দ্বিতীয়বারের মত নির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

এসময় উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম, দোহাজারী হাইওয়ে ওসি মুহাম্মদ মিজানুর রহমান, লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ মুহাম্মদ মুজিবুর রহমান, লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সালাহ উদ্দিন হিরু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম গনি সম্রাট, লোহাগাড়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মুহাম্মদ জহির উদ্দিন, পদুয়া ইউপি চেয়ারম্যান মুহাম্মদ জহির উদ্দিন,মারছা গ্রুপের এমডি মুহাম্মদ আলমগীর ছিদ্দিকি,
লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার শফিকুর রহমান,লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইছার হামিদ,আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক নুরুল হক নুনু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুহাম্মদ রিদুওয়ানুল হক সুজন,সাবেক যুগ্ন আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমান,যুবলীগ নেতা মুহাম্মদ জয়নুল আবেদীন,উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য মুহাম্মদ বাদশা খালেদ, মুহাম্মদ সাইফুল হাকিম, ব্যবসায়ী মুহাম্মদ মিজবাহ উদ্দিন রাজিব,
যুবলীগ নেতা মুহাম্মদ সালাহ উদ্দিন সিকদার,মুহাম্মদ সরওয়ার কামাল,সাংসদের সহকারী একান্ত সচিব এসএম শাহাদৎ হোসাইন শাহেদ,দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজিবুল হক টিটু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোরশেদুল আলম আলম,সাবেক ছাত্রলীগ নেতা শোয়াইব সিকদার,ছাত্রলীগ নেতা মুহাম্মদ আরিফ, আবদুল্লাহ আল সাদ্দাম, ইফতেখার উদ্দিন তুষার, সাতকানিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মুহাম্মদ ইদ্রিস, যুবলীগ নেতা মুহাম্মদ আদিল চৌধুরী,দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আসিফ ইফতেখার, মুহাম্মদ তারেক চৌধুরী,উপজেলা ছাত্রলীগ নেতা শফিউল আজম জুয়েল, আবদুল্লাহ মুহাম্মদ সাঈদীসহ আরো অনেকেই।

মারছা পরিবহনের লোহাগাড়ায় কাউন্টারের উদ্বোধন হওয়ায় লোহাগাড়ার মানুষের মাঝে স্বত্বির নিঃশ্বাস ফিরে এসেছে।

মারছা পরিবহন লোহাগাড়ায় কাউন্টার উদ্বোধন হওয়ায় লোহাগাড়াবাসীর সর্বস্তরের জনসাধারণ সাতকানিয়া লোহাগাড়ার সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি ও মারছা গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ্ব মোস্তফাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।