রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নয়া বাজারের পশ্চিম পার্শ্বে চরম্বা নাপারটিলা সড়কে ২০এপ্রিয় ভোর সাড়ে ৪টায় একটি মিনি ট্রাক খাদে পড়ে এক শ্রমিক নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।এ ঘটনায় আরো ২জন আহত হয়েছে।
নিহত শ্রমিকের নাম মুহাম্মদ আইয়ুব আলী। সে পদুয়া ইউনিয়নের ধলিবিলা চাঁদার পাড়া এলাকার মুহাম্মদ নুরুল কবিরের পুত্র। আহতরা হল ডোয়ার আলী সিকদার পাড়ার হাকিম বকসুর পুত্র গাড়ি চালক নজরুল এবং ধলিবিলার মুহাম্মদ আবুল খাইর।
স্হানীয় সুত্রে জানা গেছে, চলতি মৌসমে তামাক বিক্রীর জন্য ধলিবিলা এলাকা হতে মিনি ট্রাক যোগে চরম্বা মাইজবিলা এলাকায় নিয়ে যাচ্ছিল। গাড়ির পিছনে বসা ছিল ২শ্রমিক। মিনি ট্রাকটি হঠাৎ চরম্বা নয়া বাজারের পশ্চিম পার্শ্বে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ি জমির খাদে পড়ে যায়। এসময় গাড়ির চালক ও ১শ্রমিক ছিটকে পড়ে যায়। অপর শ্রমিক আইয়ুব আলী গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থল প্রাণ হারায়।
খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।