রায়হান সিকদার, লোহাগাড়াঃ বাংলার মেহনতী মানুষ এক হও শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্টার প্রত্যয়ে মহান মে দিবস উপলক্ষে লোহাগাড়া শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে সকালে এক আলোচনা সভা ও লাল পতাকা মিছিল অনুষ্টিত হয়েছে।সভায়
প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান মোল্যা।
জাতীয় শ্রমিকলীগ ও ট্রাক সমবায় সমিতির সহ-সভাপতি শ্রমিকনেতা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম,আরকান সড়ক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি পদপ্রার্থী, দক্ষিণ জেলা শ্রমিক নেতা মোহাম্মদ আরিফুর রহমান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য,লোহাগাড়া বিআরডিবির চেয়ারম্যান সমাজকর্মী মোহাম্মদ আরমান বাবু রোমেল,লোহাগাড়া জাতীয় শ্রমিকলীগ সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন,সাধারণ সম্পাদক ও শ্রমিক নেতা মোহাম্মদ নুরুল হক নুনু,লোহাগাড়া বৈদ্যুতিক টেকনেশিয়ান সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম বেলাল,লোহাগাড়া সিএনজি চালক কল্যাণ সমিতি আবুল কাশেম,শ্রমিক নেতা আবুল হোসেন মনু ,শ্রমিক নেতা নুরুল ইসলাম,পদুয়া ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মোহাম্মদ শওকত আলী শেখু ও লোহাগাড়া হাইয়েস মাইক্রো কার চালক কল্যাণ সমিতির সফল সভাপতি শ্রমিকনেতা মোহাম্মদ আবু তাহের।
সভায় বক্তারা বলেন,১৮৮৬সালের ১লা মে শ্রম সময় ৮ঘন্টা করার দাবীতে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে আন্দোলনরত শ্রমিক সমাবেশে পুলিশের গুলিবর্ষণের কারণে বহু শ্রমিক হতাহত হয়।আরকান সড়ক শ্রমিক ইউনিয়ন সভাপতি পদপ্রার্থী, দক্ষিণ জেলা শ্রমিক নেতা মোহাম্মদ আরিফুর রহমান বলেন,ফাঁসির দড়ি গলায় দিয়ে গাড়ি চালাতে চাইনা। সড়ক পরিবহন শ্রমিকদের উপর পুলিশী হয়রানী,নির্যাতন ও মামলা-হামলা বন্ধ করতে হবে। শ্রমিকদের সুখে দুঃখে তিনি সবসময় পাশে থাকবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।সমাজকর্মী মোহাম্মদ আরমান বাবু রোমেল বলেন,শ্রমিকদের ন্যায্য অধিকার প্রদান করতে হবে। কোন প্রকার শ্রমিকদের উপর অত্যাচার, নির্যাতন কিংবা হয়রানী করা যাবেনা।শ্রমিকরা মাথার গাম পায়ে পেলে অতি কষ্টে দিনরাত পরিশ্রম করে থাকেন।তাই শ্রমিকদের পাশে সবসময় পাশে থাকবেন বলেও তিনি জানান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান মোল্যা বলেন,বাংলাদেশ পুলিশ শ্রমিকদেরকে কোন প্রকার হয়রানী করবেনা। শ্রমিকদের সবধরণের সহযোগিতার আশ্বাস দেন তিনি। এছাড়াও উপজেলার বিভিন্ন সংগঠনের শ্রমিক বৃন্দরা উপস্হিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।