১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লোহাগাড়ায় শিক্ষার আলো ছড়াচ্ছে বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয়

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়া উপজেলা ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই ইউনিয়নের বড়হাতিয়া এলাকাটি পাহাড়ী জনপথ হিসেবে বেশ পরিচিত।এই পাহাড়ী জনপদে ১৯৬৮সালে প্রতিষ্টিত হয় বিজিসেনেরহাট উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি জরাজীর্ণ ভবনে শিক্ষার্থীরা পড়ালেখা করত।
এই স্কুল হতে পড়ালেখা শেষ করে ডাক্তার,ইঞ্জিনিয়ার,সরকারী কর্মকর্তা ও রাজনীতিবিদ সহ বিভিন্ন স্তরের ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন স্হানে কর্মরত রয়েছেন।এ বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকগন শিক্ষার মানোন্নয়নে অগ্রনী ভূমিকা রেখেছেন। জরাজীর্ণ ভবনে শিক্ষার্থীদেরকে অতি কষ্টে শিক্ষকরা পাঠদান করাতেন।
বিগত ২০১৫সালের বিদ্যালয় প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন মাস্টার মুহাম্মদ নাজিম উদ্দিন।
শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নকে এগিয়ে নিতে ৩১ডিসেম্বর ২০১৫সালে বিদ্যালয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল।বর্তমানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর সংখ্যা ১হাজার ১শ জন, শিক্ষকের সংখ্যা ১১জন, খন্ডকালীন শিক্ষক ৮জন, অফিস সহকারী ১, পিওন ১জন।
বিদ্যালয়ে আনোয়ার কামাল সভাপতি নির্বাচিত হওয়ার পর শিক্ষার্থীদের কল্যাণে টেবিল, চেয়ার ও টিউবলের ব্যবস্হা গ্রহনের উদ্যোগ নেন। এই বিদ্যালয়ের প্রতি বছর এসএসসি পরীক্ষা ও জেএসসি পরীক্ষায় শতভাগ পাস করে আসছে। বিদ্যালয়ের দাতা সদস্য শুকলাল শীলের নামকরণে একটি দু`তলা ভবন নির্মিত হয়েছে। এই বিদ্যালয় একটি উপজেলার অন্যতম বিদ্যালয় হিসেবে স্বীকৃত লাভ করেছে। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে এ বিদ্যালয় অনেক এগিয়ে।সম্প্রতি প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি ও চট্টগ্রাম-১৫আসনের সাংসদ ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপির আন্তরিক প্রচেষ্টায় ৪তলা বিশিষ্ট একটি নতুন ভবনের অনুমোদন হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন জানান,বিদ্যালয়ে তিনি যোগদান করার পুর্বে কোন চেয়ার,টেবিল ও পাকা দালান বলতে কিছুই ছিলনা। ছাত্র-ছাত্রীদেরকে জরাজীর্ণ ভবনে অতি কষ্টে শিক্ষকরা পাঠদান করাতে হতো। বিদ্যালয়ে ১১শ জন শিক্ষার্থী রয়েছে। এমপিও শিক্ষকের সংখ্যা অনেকাংশে কম।তিনি আরো বলেন,এ বিদ্যালয়ে শিক্ষার মান এখন পিছিয়ে নেই।বিদ্যালয়ের মানসম্মত পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে এ বিদ্যালয়টি অনেক এগিয়ে যাচ্ছে।

বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট নতুন ভবন অনুমোদন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মুহাম্মদ জয়নুল আবেদীন বীর বিক্রম পিএসসি, সাতকানিয়া লোহাগাড়া আসনের সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নাজিমুদ্দিন নদভী ও বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আনোয়ার কামালকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষক- শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।