১৫ জানুয়ারি, ২০২৫ | ১ মাঘ, ১৪৩১ | ১৪ রজব, ১৪৪৬


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক   ●  অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার   ●  হলদিয়া বিএনপি উত্তর শাখার সাংগঠনিক পদে প্রার্থীতা করবেন মোহাম্মদ হেলাল    ●  উখিয়ায় বাস চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত   ●  রামুতে ‘প্রভাবমুক্ত’ উচ্ছেদ অভিযান, গুড়িয়ে দিল অবৈধ স্থাপনা   ●  এবার টেকনাফে সিএনজি থেকে ৭ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা 

লোহাগাড়ায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালী ও ধর্মীয় সম্মেলন

রায়হান সিকদার,লোহাগাড়াঃ লোহাগাড়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা এবং আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে।

২২ আগস্ট (বৃহস্পতিবার) দুপুরে দিবসটি উপলক্ষে আমিরাবদ সিটিজেন পার্ক কমিউনিটি হলের পিছনের মাঠ প্রাঙণে লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে ধর্ম সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মাস্টার রিটন বিশ্বাসের সভাপতিত্বে
বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম,থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।

এছাড়াও চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা, লোহাগাড়া হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর, সংগঠনের উপদেষ্টা সুজিত পাল,অধ্যাপক স্বপন কুমার চৌধুরী, লোহাগাড়া পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ রিটন দাশ, মাস্টার প্রদীপ পাল, প্রকৌশলী রতন কান্তি দাশ,শ্রী প্রসেংজিৎ পাল উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠান পরিচালনা করেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক মাস্টার রাজিব দাশ।

এর আগে লোহাগাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে প্রদক্ষিণ করে আমিরাবাদ সিটিজেন পার্ক কমিউনিটি হলের পিছনে অায়োজিত ধর্ম সম্মেলন প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌসিফ আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহিম কবির, আ’লীগ নেতা গনি সম্রাট,নিবাস দাশ সাগর, ডাঃ রিটন দাশসহ উপজেলার সনাতন ধর্মের সকল ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।