১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লোহাগাড়ায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরফাত গ্রেফতার

রায়হান সিকদার,লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম আমিরাবাদ খৈয়ারকুল এলাকা হতে ৪মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বিষয়টি লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।

আটককৃতের নাম আরাফাত হোসেন (৩০)।সে পশ্চিম আমিরাবাদ খৈয়ারুল কুল এলাকার মুহাম্মদ ইব্রাহীমের পুত্র।

থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ অক্টোবর(সোমবার) রাত ৮টার দিকে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হকের নেতৃত্বে একটি পুলিশি দল উল্লেখিত এলাকা হতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরফাত হোসেনকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে।

লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মুহাম্মদ আবদুল হক জানান,আটক আরফাত ৪মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।চেক জালিয়াতি মামলায় ১৮৮১ সনের এনআই এক্টের ১৩৮ ধারামতে ৪মাসের সাজা প্রদান করেন আদালত এবং সেই সাথে ১ লক্ষ ৫০ হাজার অর্থদন্ড প্রদান করেন।সে দীর্ঘদিন ধরে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। ১৪ অক্টোবর সন্ধ্যায় ওসি স্যারের নির্দেশে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আরফাতকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসি।
আটক আরফাত হোসেনকে ১৫ অক্টোবর সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।