২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লোহাগাড়ায় হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে সম্মাননা প্রদান

রায়হান সিকদার,(লোহাগাড়া): দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষামূলক প্রতিষ্ঠান হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আলোকিত সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সামশুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষিকার পক্ষ থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে সম্মাননা স্মারক একটি ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শিক্ষায় ও সমাজ সেবায় বিশেষ অবদান স্বরূপ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে এ সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রবীণ শিক্ষাবিদ ও শিক্ষক নেতা বাবু সুনীল কুমার চৌধুরী, সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কলামিষ্ট মো: হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজনীতিবিদ ও ব্যবসায়ী মো: ছরওয়ার আক্তার। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী সামশুল ইসলাম উক্ত প্রতিবেদককে জানিয়েছেন, এলাকায় শিক্ষা বিস্তারে ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য বিদ্যালয়টি নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা করেছি। এ বিদ্যালয় হতে শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠুক এটা আমার প্রত্যাশা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক নেতা বাবু সুনীল কুমার চৌধুরী বলেছেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সুনামকে ধরিয়ে রাখতে কাজ করে যাচ্ছে। প্রতি বছরে জেএসসি এবং এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা শতভাগ পাশ করে যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।