রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের বটতলী দরবেশহাট রোডস্হ বটতলী জামে মসজিদের সামনে হতে ইয়াবা সাজ্জাত প্রকাশ টোকাই সাজ্জাতকে আটক করেছে থানা পুলিশ।এ সময় তার কাছ ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক টোকাই সাজ্জাত উক্ত ইউনিয়নের আলা উদ্দিন পাড়া এলাকার মোহাম্মদ ইসমাঈলের পুত্র। সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ৮জানুয়ারী বিকেলে লোহাগাড়া থানার এসআই মোহাম্মদ হেলাল খাঁন ও এএসআই মোরশেদুল আলমের নেতৃত্বে একটি পুলিশী টীম উল্লেখিত এলাকায় তার শরীরে তল্লাসী চালিয়ে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ টোকাই সাজ্জাতকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে।লোহাগাড়া থানার এসআই মোহাম্মদ হেলাল খাঁন বলেন,টোকাই সাজ্জাত উল্লেখিত সময়ে দরবেশহাট রোডস্হ এলাকায় ইয়াবা বিক্রি করছিল।ইয়াবা বিক্রি করার সময় তাকে হাতেনাতে ইয়াবাসহ আটক করি।
আটক টোকাই সাজ্জাতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই মোহাম্মদ সোহরাওয়ার্দী(সরওয়ার) উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।
টোকাই সাজ্জাতকে ইয়াবাসহ আটক করায় লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার),এসআই মোহাম্মদ হেলাল খাঁন ও এএসআই মোরশেদুল আলমকে লোহাগাড়ার সর্বস্হরের জনসাধারণ অনেক ধন্যবাদ জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।