চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ পোষ্ট অফিস সংলগ্ন আধুনিক হাসপাতালের সামনে হতে ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ১৪শ লিটার চোলাইমদ ও একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়। আটককৃতরা হল যথাক্রমে চকরিয়ার উত্তর হারবাং এলাকার কুখ্যাত মাদক সম্রাট তোফায়েল্ল্যার ছোট ভাই মোহাম্মদ মোরশেদ। সে ওই এলাকার কবির আহমদের পুত্র এবং আধুনগর ইউনিয়নের মছদিয়া এলাকার বিপুতি বড়ুয়ার পুত্র মিন্টু বড়ুয়া(৩০)। সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর ভোর আনুমানিক ৫টায় লোহাগাড়ার থানার উপ-পরিদর্শক এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী, এসআই মোহাম্মদ শেখাব উদ্দিন সেলিম, এএসআই ইকরামসহ সঙ্গীয় ফোর্সদের নিয়ে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে ১৪শ লিটার চোলাইমদ ও ১ টি মিনি ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃতরা জানিয়েছেন, উল্লেখিত চোলাইমদ গুলো আজিজনগর হতে বিক্রি করার জন্য আমিরাবাদ বটতলী স্টেশনে নিয়ে যাচ্ছিল। লোহাগাড়া থানার উপ-পরিদর্শক এসআই মুহাম্মদ সোলাইমান পাটোয়ারী ও এসআই শেখাব উদ্দিন সেলিম উক্ত প্রতিবেদককে জানিয়েছেন, আটক মোরশেদ চকরিয়ার উত্তর হারবাং এলাকার কুখ্যাত মাদক সম্রাট তোফায়েল্ল্যার ছোট ভাই। তারা দুইজনকে ১৪শ লিটার চোলাইমদ ও একটি মিনি ট্রাকসহ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।