২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

শতবর্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

কনক বড়ুয়া, নিউজরুম এডিটরঃ আজ ১৭ মার্চ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।

রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত হচ্ছে। আজ সরকারি ছুটির দিন। সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রাণঘাতী করোনা প্রতিরোধ এবং প্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারীসহ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ লড়াইয়ের দুর্জয় প্রেরণা, ইস্পাতকঠিন প্রত্যয় আর সকল ষড়যন্ত্রের কুহেলিকা ভেদ করে সব যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরের দৃপ্ত শপথ নিয়ে কৃতজ্ঞ বাঙালী আজ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

এরই ধারায় উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগ ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের রুমখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ক্ষুদে শিক্ষার্থীদের টিফিনের টাকা দিয়ে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে মুজিব শতবর্ষ তথা বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধা নিবেদন করেছে। ১৭ই মার্চ মঙ্গলবার সকালের দিকে শতশত ছাত্রলীগ কর্মীদের উপস্থিতিতে এই এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইব্রাহীম আজাদ, উখিয়া উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন আবু, হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, উখিয়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি তারেক হোসেন মানিক, উখিয়া কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মামুনুর রশিদ, বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ উখিয়া উপজেলার সাংগঠনিক সম্পাদক ও হলদিয়া পালং ইউনিয়নের ছাত্রলীগ নেতা মুসলিম উদ্দিন, হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ রায়হান, সম্পাদক আরমান হোসেন কাজল, হলদিয়ার ছাত্রলীগ নেতা মোস্তাক, আপন শর্মা, ছাত্রনেতা আরমান হোসেন জয়, মহিউদ্দিন চৌধুরী জয়, হলদিয়া পালং ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সম্পাদক সায়েম ফরহাদ সহ আরো রাজনৈতিক নেতাকর্মী বৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।