২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

শরণার্থী শিবিরে আশ্রয়প্রার্থী রোহিঙ্গা তরুণকে ছেলেধরা সন্দেহে হত্যা

কক্সবাজার সময় ডেস্ক: দ্য সানের প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েকজন তরুণসহ ২০ জনেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষ সন্দেহভাজন ওই ছেলেধরার ওপর আক্রমণ চালায় এবং তাকে পেটাতে শুরু করে।

রোহিঙ্গা তরুণ-২রোহিঙ্গা তরুণ-২

ছবিতে দেখা যায় পিটুনির এক পর্যায়ে ওই ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাকে লাথি মারতে থাকে উত্তেজিত জনতা।

রোহিঙ্গা তরুণ-৪রোহিঙ্গা তরুণ-৪

প্রাণভিক্ষা চাইলে ওই সন্দেহভাজন ছেলেধরাকে গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। দ্য সান জানায়, শেষ ছবিতে দেখা গেছে ওই ব্যক্তির মরদেহ মাটিতে পড়ে আছে এবং লোকজন তা ঘিরে দাঁড়িয়ে আছে।

সাম্প্রতিক ক্লিয়ারেন্স অপারেশনের লক্ষ্যে সেনা অভিযান শুরুর কয়েকদিনের মাথায় ‘বিদ্রোহী রোহিঙ্গা’রা ২৪টি পুলিশ চেকপোস্টে বিদ্রোহীদের সমন্বিত হামলায় অন্তত ১০৪ জন নিহত হওয়ার কথা জানিয়ে রোহিঙ্গাবিরোধী অভিযান জোরদার করে সরকার। তখন থেকে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। বাংলাদেশের আশ্রয় শিবিরগুলোতে তৈরি হয়েছে মানবেতর পরিস্থিতি। স্থানীয়দের বক্তব্যকে উদ্ধৃত করে কক্সবাজার প্রতিনিধি-১৭ সেপ্টেম্বর জানান, নিহত তরুণের নাম মো. রফিক। তিনি মিয়ানমারের বুচিডং আউফ্যা ল্যাং থানার হান্ডিখোলা গ্রামের মৃত আলী আহমদের ছেলে। আসলে তিনি একজন সর্বস্ব হারানো ও ভারসাম্যহীন রোহিঙ্গা তরুণ। কিন্তু তাকে ছেলে ধরা সন্দেহে গণপিটুনি দেয় রোহিঙ্গারা। পরে তিনি প্রাণ হারান।

উল্লেখ্য, ত্রাণকর্মীদেরকে উদ্ধৃত করে অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি নিউজ শনিবারের এক প্রতিবেদনে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে মানবিক বিপর্যয়ের কথা জানিয়েছে। তারা জানায়, বিপন্ন রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষদের জন্য হাত পা ছড়িয়ে বেঁচে থাকার মতো অপ্রতুল স্থান আর জীবনের মৌলিক মৌলিক প্রয়োজন মেটাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মানবিক সহায়তা দানকারী আন্তর্জাতিক সংস্থাগুলোর। শিবিরগুলোতে একে অপরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে পাওয়া সহায়তাকে ‘শোচনীয়ভাবে অপর্যাপ্ত’ আখ্যা দিয়েছেন ত্রাণকর্মীরা। আরও বেশি করে সহায়তা প্রদানের পাশাপাশি ত্রাণ বিতরণের ক্ষেত্রে মাঠ পর্যায়েও সহায়তার আহ্বান জানিয়েছেন তারা। তাছাড়া, বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে পাচারের ভীতিও আছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।