২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শরীর গঠন প্রতিযোগিতায় স্বর্নপদক পেলেন কক্সবাজারের নাজমুল

শাহী কামরানঃ ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের ব্যবস্থাপনায় সোমবার থেকে শুরু হয়েছে ‘চতুর্থ মার্সেল কাপ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা-২০১৮। গত মঙ্গলবার হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধন।
উক্ত প্রতিযোগিয় ৭০ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ পদক পেয়েছেন কক্সবাজারের সন্তান মোঃ নাজমুল ইসলাম চৌধুরী। তিনি বাংলাদেশ আনসারের পক্ষ হয়ে প্রতিযোগীতা করেন। এবং উক্ত প্রতিযোগীতায় গ্রুপ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার। নাজমুল ইসলাম চৌধুরী সাবেক মিঃ বাংলাদেশ ও বিজিবি ক্যাম্প আইরন ফ্লেক্স জিমের মালিক ইব্রাহিম খলিলের ছোট ভাই।
গত মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ার অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ডমার্সেল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিনুল ইসলাম খান (আমিন খান)। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (চেয়ারম্যান)কর্নেল (অব:) মীর মোতাহার হাসান, রেডিও টুডের হেড অব প্রোগ্রাম জহিরুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) ও বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের সহ-সভাপতি এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।
উদ্বোধন শেষে মার্সেল কাপ উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতার প্রিজাজিং পর্ব সম্পন্ন হয়। প্রতিযোগিতার ৬টি দৈহিক ওজন শ্রেণি থেকে ৬ জন করে মোট ৩৬ জন চূড়ান্ত প্রতিযোগী বাছাই করা হয়। তাদের নিয়ে  বুধবার একই ভেন্যুতে চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা ৩০ মিনিট থেকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব মিডিয়া পার্টনার এটিএন বাংলায় সরাসরি সম্প্রচার করা হয়।
এবারের এই প্রতিযোগিতায় দেশের ৪০টি ক্লাব, সংস্থা ও জিমনেসিয়ামের ১৬০ জন বডিবিল্ডার ছয়টি ওজন শ্রেণিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিযোগিতার ওজন শ্রেণিগুলো হল- ৬০ কেজি, ৬৫ কেজি, ৭০ কেজি, ৭৫ কেজি, ৮০ কেজি ও ৮০+ কেজি। প্রতিটি ওজন শ্রেণিরপ্রথম থেকে ষষ্ঠ স্থান অর্জকারীদের মেডেল, সনদপত্র ও অর্থ পুরস্কার দেওয়া হয়।
প্রথম স্থান অর্জনকারীরা পেয়েছেন মেডেল, ৮ হাজার টাকাও সদনপত্র। দ্বিতীয় স্থান অর্জনকারীরা পান মেডেল, ৫ হাজার টাকা ও সনদপত্র। তৃতীয় স্থান অর্জনকারীরা পান মেডেল, ৩ হাজার টাকাও সনদপত্র। চতুর্থ থেকে ষষ্ঠ স্থান অর্জনকারীরা পান ওয়ালটন ব্র্যান্ডের হোম অ্যাপ্লায়েন্স ও সনদ।
নাজমুল ইসলাম চৌধুরীর এই সাফল্যের পিছনে তার পরিবারের সহযোগিতা। তাই তিনি এই সফলতা পরিবারকে উৎসর্গ করেছেন এবং সকলের প্রতি দোয়া কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।