বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে পুলিশ পৃথক অভিযান চালিয়ে চার কিশোর অপরাধীসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে সদর মডেল থানা পুলিশ একজন মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করে। অপরদিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ি অভিযান চালিয়ে চার কিশোর অপরাধীকে গ্রেফতার করে। ওই সময় তাদের কাছ থেকে পুলিশ দুইটি অত্যাধুনিক ছুরি উদ্ধার করেছে। শনিবার ভোর রাতে শহরের ঝাউবন পউষী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক মো.আনোয়ার হোসেন।
পরিদর্শক মো. আনোয়ার দাবি করেন, কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম পৌরসভাস্থ ঝাউবন পউষী এলাকায় অভিযান চালায়।
ওই সময় ছুরিসহ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী পাটুয়ারটেক এলাকার মো.হোসেনের ছেলে জুয়েল (১৯), কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকার ইয়াসিনের ছেলে মো. জসিম (১৬), কক্সবাজার শহরের উপকন্ঠে সমিতিপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে মো. সোহেল(১৬) ও রামু উপজেলার কলঘর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে আমজাদ প্রকাশ সম্রাট (১৬)।
পুলিশ কর্মকর্তা আনোয়ার আরও দাবি করেন, আসামি ও কিশোর অপরাধীরা দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সেলিম উদ্দিন জানান, পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, পিপিএম সেবা মহোদয়ের নির্দেশনায় কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ এর সার্বিক তত্বাবধানে গত শুক্রবার সন্ধ্যার পর কক্সবাজার সদর মডেল থানার একটি চৌকস টিম গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক দ্রব্য উদ্ধার, চুরি-ছিনতাই, ডাকাতি প্রতিরোধে কক্সবাজার পৌরসভার পেশকার পাড়া, চাউলের বাজার, রাখাইন পাড়া, টেকপাড়া, খুরুশকুল রাস্তার মাথা, কালুর দোকান, লালদীঘির পাড় এর আশপাশ এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী ৩ জন, মাদক ব্যবসায়ী ১ জনসহ ৪ জন আসামীকে গ্রেফতার করা হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।