কক্সবাজার শহরের খরুস্কুল রাস্তার মাথা থেকে ৬৬০ লিটার মদসহ একটি মিনিট্রাক জব্দ করেছে পুলিশ। সোমবার ভোর ৬ টার দিকে এ অভিযান চালানো হয়। এসময় ট্রাকের চালক জাহাঙ্গীর ও হেলপার আকতারকে আটক হয়। তাদের দু’জনের বাড়ি ঈদগাঁও মাইজপাড়া।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মইন উদ্দীন জানান, মদসহ একটি মিনি ট্রাক (নং-১১-৩৫৪০) শহরে ঢুকছে এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে খুরুস্কুল রাস্তার মাথা থেকে মদসহ ট্রাকটি জব্দ করা হয়। মদ পাচারের দায়ে চালক ও হেলপারকে আটক হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।