৮ সেপ্টেম্বর, ২০২৪ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

শহিদুল হক সোহেলের নেতৃত্বে জেলা যুবলীগের বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন

সনাতন ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেলের নেতৃত্বে শহরের বিভিন্ন মন্ডপ পরিদর্শন এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন যুবলীগ নেতৃবৃন্দ।

সোমবার রাতে শহরের কালিবাড়ি, স্বরস্বতী বাড়ি, ইন্দ্রিরাসেন দূর্গাবাড়ি, হরিরাম, কৃঞ্চধাম, বঙ্গপাহাড়সহ বিভিন্ন পূজাঁ মন্ডপ পরিদর্শনে যান তারা। এসময় জেলা পুজা উদ্যাপন পরিষদের প্রধান কার্যালয় শহরের ব্রহ্ম মন্দিরে জেলা নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন যুবনেতা সোহেল।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, শহর পুজা উদযাপন কমিটির সভাপতি বেন্টু দাশ, জেলা যুবলীগ নেতা স্বরূপম পাল পাঞ্জু, কুতুব উদ্দিন, মোহাম্মদ নুরুল আলম, এড.শামসু, এড. সরওয়ার আলম, এড.ইমরুল কায়েস মানিক, ডা. রিপন চৌধুরী, আহসান সুমন, মো.আজাদ, আবদুল্লাহ মিঠু, ইউসুফ শাহ নবাব, আরিফ উল্লাহ খান, পারভেজ, ইসমাইল সাজ্জাদ, আনসারুল করিম, নবী হোসেন, এনামুল হক, সোহেল আরমান, মুন্না প্রমুখ।
এসময় জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ, এখানে ‘ধর্ম যার যার উৎসব সবার’। তাই এই উৎসবের আমেজ সারাদেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উপভোগ করছে। সে জন্য আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় উৎসবগুলোতে সবার মঙ্গল কামনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়ার যুদ্ধে সকলকে সামিল হওয়ার আহ্বান জানান যুবনেতা সোহেল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।