শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এর ফলে বিমানবন্দরে সব ধরনের বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে। হেলিকপ্টার দুর্ঘটনার পর বুধবার সকাল ১১টা ১০মিনিটে বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।
নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ইমিগ্রেশন) তারেক আহমেদ বলেন, বিমানবন্দরের রানওয়েতে দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারে দু’জন পাইলট ছিলেন। তাদের খবর এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ রয়েছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।