৬ জানুয়ারি, ২০২৫ | ২২ পৌষ, ১৪৩১ | ৫ রজব, ১৪৪৬


শাহপরীর দ্বীপে ‘পর্যটন স্পট’ গড়তে চায় সরকার, পরিদর্শনে পর্যটন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে পর্যটন স্পট গড়ে তুলতে চায় সরকার। এরই প্রেক্ষিতে শুক্রবার (০৬ ডিসেম্বর) সকালে নাফ নদী সংলগ্ন গোলারচর এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, পরিদর্শনকালে উপদেষ্টা ছাড়াও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানসহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ ৭ জন কর্মকর্তা সঙ্গে ছিলেন।

ইউএনও আরো জানান, প্রতিনিধি দলটি গোলারচরকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন। পরে শাহপরীর দ্বীপ বিজিবির সাউদার্ন পয়েন্টে কিছুক্ষণ অবস্থানের পরে শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ ও জেটিঘাট দেখেন ঘুরে দেখেন। দুপুরে তাঁরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।