২৩ নভেম্বর, ২০২৪ | ৮ অগ্রহায়ণ, ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শাহপুরী হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ায় অভিনব কায়দায় পাচারকালে দুই হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। সোমবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে কুমিল্লা রিজিয়নের শাহপুরী হাইওয়ে থানার এটিএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ দায়িত্ব পালনকালে কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের গয়ালমারা রাস্তার মাথায় উখিয়ামূখী একটি ইজিবাইক (টমটম) পুলিশ দেখে উল্টো ঘুরিয়ে পালানোর সময় ধাওয়া করে ইজিবাইক চালক টেকনাফের হ্নীলার উলচামরী এলাকার গুরামিয়ার ছেলে মো. মাইন উদ্দিন (২৫)কে আটক করা হয়।

পরবর্তীতে ইজিবাইকের ড্রাইভিং সিটের উপরে চালের সঙ্গে লাগানো অবস্থায় রাখা ২টি রাবারের সেন্ডেলের ভিতরের বিশেষ কায়দায় লুকানো অবস্থায় প্রতিটি সেন্ডেলে এক হাজার করে মোট দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইজিবাইক জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ছয় লক্ষ টাকা।

শাহপুরী হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বিষয়টি স্বীকার করে বলেন, শাহপুরী হাইওয়ে পুলিশ বরাবরই গাড়ির ব্যবস্থাপনা, অবৈধ গাড়ির রাস্তায় চলাচলের উপর কঠোর নজরদারি করে যাচ্ছে। সাথে ইয়াবা ও চোরাচালান প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে যাচ্ছে।
এ বিষয়ে হাইওয়ে কুমিল্লা রিজিয়ন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আটক আসামীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হাইওয়ে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।