১৭ এপ্রিল, ২০২৫ | ৪ বৈশাখ, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

শিক্ষা ও মন ভালো রাখার জন্য ক্রীড়ার বিকল্প নেই-তৈয়ব উল্লাহ চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি: শিক্ষার্থীদের স্বাস্থ্য ও মন ভালো রাখার জন্য ক্রীড়ার বিকল্প নেই বলে জানিয়েছেন গর্জনিয়া ইউনিয়ন পরিষদের পাঁচবারের নির্বাচিত- সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী।
শুক্রবার (২২ সেপ্টম্বর) বিকেলে গর্জনিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত একটি ফুটবল টুর্ণামেন্টর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য তিনি আরও বলেন, যুবসমাজ ও শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে অভিভাবক, শিক্ষক ও সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে।
ফাইনাল খেলার উদ্বোধন ঘোষণা করেন,  গর্জনিয়ার বিশিষ্ট সমাজসেবক ইচকানদার মির্জা। বিশেষ অতিথি ছিলেন- দৈনিক সংবাদ ও আজকের কক্সবাজারের স্টাফ রিপোর্টার হাফিজুল ইসলাম চৌধুরী এবং ইউপি সদস্য কামাল হোসেন।
গর্জনিয়া ইউনিয়ন শ্রমিকলীগের আহবায়ক শাহরান চৌধুরী মারুফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন-গর্জনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা নবিউল আলম, ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা মো.ইউছুপ, টুর্ণামেন্টর উদ্যেক্তা জয়নাল আবেদীন, মো.ইসমাঈল হোসেন, আবু বক্কর, জসিম উদ্দিন হেলালী, মিজবাহ উদ্দিন, মহিউদ্দিন, সাহাব মিয়া প্রমূখ।
এদিকে টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় হাবিবুল্লাহ টাইগার একাদশকে ০-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে টাইমবাজার খেলোয়াড় একাদশ। গোল দুটি করে শেষ মুহুর্তেও দলকে এগিয়ে রাখেন, দেলোয়ার আর জিয়াউল করিম।
টুর্ণামেন্ট সেরা হন পশ্চিমবোমাংখিলের মহিউদ্দিন। টাইমবাজার খেলোয়াড় একাদশের লোকমান কবির সেরা গোলরক্ষক এবং একই দলের মিজানুর রহমান ম্যাচ সেরা নির্বাচিত হন।
পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ট্রফি, রানার্সআপ ট্রফি এবং বিভিন্ন ক্যাটাগরির পুরষ্কার বিতরণ করেন।
উল্লেখ্য: ফাইনাল খেলা পরিচালনা করেন কচ্ছপিয়ার অন্যতম ক্রীড়াব্যক্তিত্ব কামরুল আহসান সোহেল, ওমর ফারুক ও গর্জনিয়ার আবু সুফিয়ান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।