২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বদরখালী ভার্চুয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার সুষ্ঠ পরিবেশ নিশ্চিতে সবাইকে সংঘাত সহিংসতা থেকে দুরে থাকতে হবে

বদরখালী ভার্চুয়াল স্কুল অ্যান্ড কলেজে এলাকাবাসির উদ্দেশ্যে বক্তব্য রাখছেন উপজেলা চেয়ারম্যান জাফর আলম।

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ চকরিয়া উপজেলার উপকুলীয় বদরখালী ইউনিয়নে রেডক্রিসেন্ট সোসাইটির সাইক্লোন সেল্টারে গড়ে তোলা ভার্চুয়াল স্কুল অ্যান্ড কলেজের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। গতকাল রোববার (৬অক্টোবর) সকালে তিনি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে পৌঁছলে ক্ষুদে শিক্ষার্থীরা উপজেলা চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন। ওইসময় উপজেলা চেয়ারম্যান ঘটনাস্থলে পৌছে স্কুল কমিটির সঙ্গে স্থানীয় জনগনের সাথে সীমানা প্রাচীর নিয়ে সৃষ্ঠ বিরোধ সমাধানে কথা বলেন।
ওইসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম উপস্থিত স্থানীয় এলাকাবাসি ও স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কমিটির সকলের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, রেডক্রিসেন্ট সোসাইটি তাদের পরিত্যক্ত সাইক্লোন সেল্টারে ভার্চুয়াল স্কুল অ্যান্ড কলেজকে ভবনটি ব্যবহারের অনুমতি দিয়ে প্রশংসতি হয়েছে। ভার্চুয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এই জনপদে সর্বসাধারণের বিশেষ করে গরীব পরিবারের ছেলে-মেয়েদের লেখাপড়ার একটি সোপন তৈরী হয়েছে।

তিনি বলেছেন, ভার্চুয়াল স্কুল অ্যান্ড কলেজের সার্বিক কার্যক্রম যাতে সুন্দরভাবে চলে, শিক্ষার্থীদের মাঝে লেখাপড়া নিশ্চিত করা যায় সেইদিকে সবাইকে আন্তরিক হতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ালেখার সুষ্ঠ পরিবেশ নিশ্চিতে এলাকাবাসি ও শিক্ষক এবং বিদ্যালয় কমিটির সবাইকে সংঘাত সহিংতা থেকে দুরে থাকতে হবে। দাঙ্গা-হাঙ্গামা অথবা দলাদলি করে কোন প্রতিষ্ঠান সামনে এগিয়ে যেতে পারেনা। সেইজন্য প্রতিষ্ঠানের পাশের প্রতিবেশিদের সঙ্গে সুসর্ম্পক তৈরী করতে হবে।
এলাকাবাসির উদ্দেশ্যে বক্তব্যদান কালে উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষন করে স্থানীয় বাসিন্দা নারী-পুরুষ দাবি জানান, ভার্চুয়াল স্কুল অ্যান্ড কলেজ নির্ধারিত কিল্লার ভেতরের জায়গায় রাখা হোক। কিল্লার বাইরের জায়গা জনগনের চলাচলের পথ ও পাশের পুকুর ব্যবহারের জন্য উন্মুর্থ রাখা হোক। দুর্যোগ কালীণ সময়ে বিদ্যালয় ভবনটি জনগনের নিরাপত্তার জন্য উন্মুর্থ রাখা হবে এই ধরণের চুক্তি করা হোক। এসব দাবির প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম উপস্থিত জনজনকে আশ^াস দেন এলাকাবাসির জীবনযাপনে কোন ধরণের ব্যাঘাত ঘটে সেই ধরণের কোন কাজ করবেনা ভার্চুয়াল স্কুল অ্যান্ড কলেজ।

ওইসময় উপস্থিত ছিলেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুশ বশর, বদরখালী পুলিশ ফাড়ির ইনর্চাজ এসআই মং মার্মা, চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সহযোগি অধ্যাপক ড.ফরিদ উদ্দিন ফারুক, মাতামুহুরী ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আনম হেজাফ উদ্দিন, ভার্চুয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠা অধ্যক্ষ মহিউদ্দিন অদুল প্রমুখসহ এলাকাবাসি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।