৭ সেপ্টেম্বর, ২০২৪ | ২৩ ভাদ্র, ১৪৩১ | ৩ রবিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  নাফনদে দুই সহোদর শিশুর মৃত্যু    ●  ধান চাষ করে নৌকায় চড়া উখিয়ার সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা   ●  পরিবহন সমিতির নামে বদি শ্যালকের কোটি টাকা লুটপাট   ●  ‘আমি কোন গাড়িতে উঠেছিলাম সেটা আমি নিজেও জানতাম না’ -সালাহউদ্দিন আহমদ   ●  চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে শিশুর মৃত্যু   ●  ‘গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা’   ●  “পালংখালী ইউনিয়ন  জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত    ●  পেকুয়ায় সড়কে  শৃঙ্খলা ফেরাতে যৌথ অভিযান   ●  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর মানববন্ধন ও স্মারক লিপি    ●  উখিয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা

শিক্ষাবিদ ও ব্যবসায়ীদের সাথে আওয়ামীলীগের মেয়র প্রার্থী মাবুর শুভেচ্ছা বিনিময়

আগামি ১২ জুন অনুষ্ঠিততব্য কক্সবাজার পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী মঙ্গলবার দিনব্যাপী শুভেচ্ছা বিনিময় করেছেন।

শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে মো. মাহাবুবুর রহমান চৌধুরী যান বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সিরাজুল মোস্তফা, শিক্ষাবিদ ছৈয়দ আহমদকে সালাম জানান। এরপর তিনি হাভার্ড কলেজ, কক্সবাজার সিটি কলেজ শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তিনি কক্সবাজার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।

সন্ধ্যায় কক্সবাজার শহরের বঙ্গবন্ধু সড়ক ব্যবসায়ী মালিক সমিতি আয়োজিত ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বঙ্গবন্ধু সড়ক ব্যবসায়ী মালিক সমিতির উপদেষ্টা মো. মাহাবুবুর রহমান চৌধুরী।

এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার দোকান মালিক ফেডারেশন সাধারণ সম্পাদক আবুল হাসেম, লালদিঘি মসজিদ কমিটির সদস্য প্রফেসর এনামুল হক, সমাজ কমিটির সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক তোফায়েল আহমেদ, লালদিঘি জামে মসজিদ কমিটির সহ সভাপতি ওবায়দুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ওয়াহিদ মুরাদ সুমন।

এছাড়া কক্সবাজার পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী তথা নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষে কক্সবাজার জেলা আওয়ামীলীগ আয়োজিত প্রস্তুতি সভা বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মো. মাহাবুবুর রহমান চৌধুরী মাবু।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।