২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

শিক্ষার্থীদের ‘হাসিঘর ফাউন্ডেশন’ উখিয়া ইউনিট গঠিত


প্রেস বিজ্ঞপ্তি:

উখিয়া উপজেলায় অসহায়ের মুখে হাসি ফুটাতে কাজ করছে ‘হাসিঘর ফাউন্ডেশন’। শিক্ষার্থীদের এই সংগঠনটি সামাজিক ও মানবিক কাজ নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। গতকাল বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে ‘হাসিঘর ফাউন্ডেশন’ উখিয়া ইউনিট গঠনে এক সভা অনুষ্ঠিত হয়। কোটবাজার ট্রাক মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত শিক্ষার্থীদের এই সভায় সভাপতিত্ব করেন, ‘হাসিঘর ফাউন্ডেশন’ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার। মোনতাসির নাহিন এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, উখিয়া ‘হাসিমুখ ফাউন্ডেশন’ সভাপতি মাজবুব কাওছার।
সভায় বক্তারা বলেন, ‘অসহায়ের মুখে হাসি ফুটবাবো’ শ্লোগানকে ধারণ করে উখিয়া উপজেলার শিক্ষার্থীরা ‘হাসিঘর ফাউন্ডেশন’ গঠন করে। আমাদের লক্ষ্য হচ্ছে সামাজিক ও মানবিক কাজ করা। অসহায় মানুষের পাশে দাঁড়ানো। অসহায় গরীব শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী সহ আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়ানো। ‘হাসিঘর ফাউন্ডেশন’ এ মিলিত হয়ে আমাদের সাধ্যমতো দেশ ও জাতির জন্য স্বল্প পরিসরে হলেও কাজ করে যাচ্ছি। আমাদের সামাজিক ও মানবিক কাজকে প্রসারিত করতেই ‘হাসিঘর ফাউন্ডেশন’ উখিয়া ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।

সভায় উপস্থিত শিক্ষার্থীদের বক্তব্য ও আলোচনা শেষে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ‘হাসিঘর ফাউন্ডেশন’ এর উখিয়া ইউনিটের কমিটি গঠন করা হয়। আগামী এক বছরের জন্যে উখিয়া ইউনিট কমিটির অনুমোদন করেন, ‘হাসিঘর ফাউন্ডেশন’ এর প্রতিষ্টাতা ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোহাম্মদ শাকিল সিকদার ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার। সভায় ‘হাসিঘর ফাউন্ডেশন’ এর কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও উখিয়া ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
‘হাসিঘর ফাউন্ডেশন’ উখিয়া ইউনিট কমিটিতে সভাপতি: মো. সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি: রাসেল মাহমুদ আবির, সহ-সভাপতি: সামির, সাধারণ সম্পাদক: মোনতাসির নাহিন, সহ-সাধারণ সম্পাদক: পি এম মোবারক, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক: সাইফুল ইসলাম সাইমুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ রাইহান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোহাম্মদ আজিজ, অর্থ সম্পাদক: ইরফাত সামি। ক্রীড়া সম্পাদক: সুব্রত বড়ুয়া, সহ-ক্রীড়া সম্পাদক: ফয়সাল ইকবাল নয়ন, সমাজসেবা বিষয়ক সম্পাদক: ইমন, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক: দেব্রত, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক: আরিয়ান খান মিছবাহ, উপ- ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক: শাহিন, উন্নয়ন বিষয়ক সম্পাদক: রিমন বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক: রাজবীর চৌধুরী, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক: সাহেদ এইচ জে, দপ্তর সম্পাদক: ইমরান হোসেন বাবু, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক: শাহিনা পারভিন এবং এস এম সাইফুল, মো: ইমরান হাসান, পার্থ বড়ুয়া, মোহাম্মদ ইমরান হাসান, রাইহান মোহাম্মদ ফাহিম, ইয়াছিন আরফাত, তাহসিনুল হক তাহসান, নাসির মাহমুদ আবির, নিঝুম বড়ুয়াকে কার্যকরী সম্পাদক নির্বাচিত করা হয়।
সভাপতির বক্তব্যে ‘হাসিঘর ফাউন্ডেশন’ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন সিকদার বলেন, শিক্ষার্থীরা স্বল্প পরিসরে হলেও সামাজিক ও মানবিক কর্মকান্ডে স্বেচ্ছা সেবকমুলক কাজে অংশ নিতে পারে। ‘হাসিঘর ফাউন্ডেশন’ এর সদস্যরা স্বেচ্ছা সেবায় সকল ধরনের সামাজিক ও মানবিক কাজে এবং দেশ ও জাতির স্বার্থে কাজ করাতে অঙ্গীকারবদ্ধ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।