২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

চকরিয়ায় জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালী উদ্বোধনে-জাফর আলম

শিশুদেরকে আর্দশবান হিসেবে গড়ে তুলতে সমাজকে ভুমিকা পালন করতে হবে

চকরিয়ায় জাতীয় কন্যা শিশু দিবসের র‌্যালীতে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম।

এম.জিয়াবুল হক,(চকরিয়া): নানা আয়োজনের মাধ্যমে গতকাল ১৩ অক্টোবর সকালে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। এদিন সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি প্রধান সড়ক প্রদিক্ষন শেষে পরে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান। উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো.জোবায়ের হাসান, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মহিউদ্দিন, নারী নেত্রী শাহানা বেগম, জোসনা আক্তার, হাসিনা বেগমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী নেত্রীবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও সুধীজন।
অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেন, আজকের কন্যা শিশু হচ্ছে আগামী দিনের গর্বিত মা। এই শিশুদেরকে লেখাপড়ার মাধ্যমে আর্দশবান ও দেশপ্রেমিক সু-নাগরিক হিসেবে তৈরী করতে হবে। এইজন্য পরিবারের পাশাপাশি শিক্ষক সমাজকে অগ্রনী ভুমিকা পালন করতে হবে। উপজেলা চেয়ারম্যান বলেন, বিশ্বয়ানের এই যুগে আমাদেরকে উন্নতশীল দেশের সাথে প্রতিযোগিতায় এগিয়ে যেতে হবে। এজন্য দরকার কন্যা শিশুদেরকে সেইভাবে তৈরী করা। মনে রাখতে হবে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ ও দক্ষ মানবসম্পদ সমৃদ্ধ জাতি তৈরীতে আজকের কন্যা শিশুদের ভুমিকা হবে অপরীসিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।