২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

শেখ হাসিনা আজ মানবিক নেত্রী হিসেবে সমাদৃত : সাফিয়া খাতুন

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাফিয়া খাতুন বলেছেন, মিয়ানমারে নির্যাতনের শিকার লাখো রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ বিশ্বে নজির গড়েছে। নিজেদের সমস্যা থাকলেও নিপীড়িত এত লোককে আশ্রয় দিয়ে মানবিক নেত্রীর পরিচয় দিয়েছেন শেখ হাসিনা। যা সর্বত্র সমাদৃত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটায় কক্সবাজার জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন, কুটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। রোহিঙ্গাদের আশ্রয়ে সরকারের প্রশংসনীয় ভূমিকায় বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ সব সময় পাশে ছিল। আগামীতে এ সহযোগীতায় কাজ করে যাব আমরা।
কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিজ ফাতেমা আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মাহমুদা বেগম ক্রিক, যুগ্ন সাধারণ সম্পাদিকা শিরিন রুকসানা, শিখা চক্রবর্তী ও কামরুন্নেছা মান্নান, সাংগঠনিক সম্পাদিকা দিলরুবা জামান শেলী, শেখ আনারকলি পুতুল ও ইসমত আরা হ্যাপী, প্রচার সম্পাদিকা নীলিমা আক্তার লিলি, দপ্তর সম্পাদিকা রোজিনা নাসরিন, সমাজ কল্যাণ সম্পাদিকা সেলিনা আক্তার, সমবায় সম্পাদিকা দিলরুবা মোস্তফা, বন ও পরিবেশ সম্পাদিকা আফরোজা হাসমত, আইন বিষয়ক সম্পাদিকা রোকেয়া বেগম, কেন্দ্রিয় সদস্য সাবিনা ইয়াছমিন, নুসরাত ফারহানা, ইলোরা, অজিফা খানম, রেবেকা সুলতানা, বাসন্তি চাকমা, হাবিবা ইসলাম, শাহীনা খাতুন প্রমূখ। জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা হামিদা তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাছিমা আক্তার বানু, ফরিদা বেগম, লুৎফুন্নাহার বাপ্পি, ফিরোজা আমজাদ, হোসনে আরা টিপু, শিরিন বানু, হেলেনাজ তাহেরা, খালেদা জেসমিন, দীপ্তি শর্মা, কামরুন্নাহার, মম আহমেদ, সোনা বিবি, সালেহা আক্তার আখি, শাহানা আক্তার পাখি প্রমুখ।
রাত ১০টা পর্যন্ত চলা সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, পৌরসভা ও ওয়ার্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।