২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চকরিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের সংর্বধনা অনুষ্ঠানে-জাফর আলম

শেখ হাসিনা একটি আলোকিত বাংলাদেশ উপহার দিতে সক্ষম হয়েছেন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার নতুন প্রজন্মকে সুনাগরিক হিসেবে তৈরী করতে কাজ করছেন। রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে সরকার প্রধান শেখ হাসিনা দেশের শিক্ষাখাতের উন্নয়নে নানামুখী কর্মসুচি বাস্তবায়ন করছেন। যাতে নতুন প্রজন্মকে লেখাপড়ার মাধ্যমে দক্ষ মানবসম্পাদ হিসেবে গড়ে তোলা সম্ভব হয়।

 

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে একটি আলোকিত বাংলাদেশ উপহার দিয়েছেন। যার কারণে বছরের প্রথম দিনে কোমলমতি ছাত্র-ছাত্রীরা বিনা মূল্যে নতুন বই হাতে পাচ্ছে, বয়স্ক এবং বিধবারা নির্ধারীত হারে ভাতা পাচ্ছে, অতীতে বাংলাদেশে যে উন্নয়ন হয়নি তা এখন হচ্ছে। এই আলোকিত বাংলাদেশ যাতে আর কোনভাবে পিছিয়ে যেতে না-পারে তজ্জন্য তাঁকে আবারো বাংলাদেশের প্রধান মন্ত্রী পদে আসীন করার বিকল্প নেই।

 

উপজেলা চেয়ারম্যান জাফর আলম বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে বাংলাদেশের প্রতিটি জনপদে যেইভাবে উন্নয়নে অগ্রগতি ঘটে, তেমনি শিক্ষাখাতে ব্যাপক আমুল পরিবর্তন ঘটে। তারই অংশ হিসেবে আওয়ামীলীগ সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধন হয়েছে। জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। শিক্ষার্থীদের লেখাপড়া নিশ্চিতে উপবৃত্তিসহ সব ধরণের সহযোগিতা দিচ্ছেন। পাশাপাশি শিক্ষকদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করছেন। ইতোমধ্যে দেশের লাখ লাখ শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করণ করেছে। গতকাল ২৯ জানুয়ারী সকালে চকরিয়া উপজেলার ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম এসব কথা বলেন।
ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটি ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ সিরাজুল ইসলাম চৌধুরী বাবলার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাংগীর আলম বুলবুল, সহকারি প্রধান শিক্ষক শহিদুল্লাহ, সাংবাদিক কেএম নাছির উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য সজরুল ইসলাম, মেম্বার নিয়ামত উল্লাহ, আবু তালেব, মনোয়ারুল হক, পশ্চিমবড় ভেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকের হোসেন, মেম্বার ইকবাল দরবেশী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছরওয়ার কামাল উদ্দিন, মোস্তাক আহমদ, আবুল কাসেম, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক টিটু কান্তি শীল। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সকল সদস্য, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

 

অপরদিকে একইদিন উপজেলার পূর্ব বড় ভেওলা গরীবে নেওয়াজ আহসান উল্লাহ মিশনারী উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং এস.এস.সি পরীক্ষীর্থদের ২০১৮, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরনী অনুৃষ্ঠান এবং চকরিয়া ইসলাম নগর শহীদ হোছাইন চৌধূরী উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও খুটাখালী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান জাফর আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।