২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

চিরিঙ্গায় আ'লীগের সভা ও উন্নয়ন কাজ পরির্দশনে-জাফর আলম

শেখ হাসিনা রাজনীতি করেন জনগনের জন্য-দেশের উন্নয়নের জন্য

এম.জিয়াবুল হক,(চকরিয়া): চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে গতকাল ২৯ নভেম্বর বিকালে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।
অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাওনেওয়াজ তালুকদার, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জসীম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মাস্টার আবদুল জলিল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আবদুল কাইয়ুম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহমদ কবির, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ জাফর আলম সিআইপি প্রমুখ। এছাড়াও অনুষ্ঠিত সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, স্বাধীনতার পর অতীতে অনেক সরকার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল। বেশির ভাগ সরকারের আমলে উন্নয়নের নামে জনগনের সাথে প্রহসন করেছে। দলের নেতাকর্মীরা উন্নয়ন বরাদ্দ লুটপাট আর বৈষম্য করেছে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুর উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে আওয়ামীলীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে জনগনের জন্য কাজ করেছে। দেশের জন্য কাজ করেছে। কারন জননেত্রী শেখ হাসিনার রাজনীতি হচ্ছে দেশের উন্নয়ন ও জনগনের কল্যাণ সাধনের জন্য।
উপজেলা চেয়ারম্যান বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে সমগ্র দেশে যেভাবে উন্নয়নের জোয়ার বইছে, তেমনি চকরিয়া-পেকুয়া জনপদেও উন্নয়নের ব্যাপক ছোঁয়া লেগেছে। এখানে আওয়ামীলীগ সরকার বিগত চারটি বছরে শত শত কোটি টাকা উন্নয়নখাতে বরাদ্দ দিয়েছে। আগামীতেও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। তিনি বলেন, সারাদেশের মতো চকরিয়া-পেকুয়া উপজেলাকে উন্নয়নের মাধ্যমে ঢেলে সাজাতে হলে আওয়ামীলীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। চকরিয়া-পেকুয়া জনপদে আওয়ামীলীগের এমপি নিশ্চিত করতে হবে। তাই আগামী নির্বাচনে উন্নয়নের প্রয়োজনে, সুন্দর চকরিয়া-পেকুয়া বির্নিমানে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।
উপজেলা চেয়ারম্যান জাফর আলম উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জননেত্রী শেখ হাসিনাকে আগামী একাদশ নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হিসেবে পেতে চাইলে তৃনমুলে দলের জন্য কাজ করতে হবে। বাংলাদেশকে উন্নত ও মধ্যম আয়ের দেশে পরিণত করতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। তাই আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে আগামী নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করতে এখন থেকে প্রস্ততি নিতে হবে। সভার আগে উপজেলা চেয়ারম্যান আলহাজ জাফর আলম চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা মাছঘাটস্থ নির্মানাধীন পিআইও ব্রীজের কাজ পরির্দশন করেন। রাতে তিনি উপজেলার সাহারবিল ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি গোলাম কাদেরকে হাসপাতালে দেখতে যান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।