২৮ এপ্রিল, ২০২৫ | ১৫ বৈশাখ, ১৪৩২ | ২৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

খুরুশকুলে আওয়ামী লীগের আলোচনা সভায় মেয়র মুজিবুর রহমান

শেখ হাসিনাকে গ্রেফতার করে জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধের অপপ্রয়াস চালিয়েছিলো

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান বলেছেন, শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্যদিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালিয়েছিল তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার। সেদিন শেখ হাসিনা আদালতের গেইটে দাঁড়িয়ে প্রায় ৩৬ মিনিটের অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে তৎকালীন সরকারের হীন-রাজনৈতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করেন।

গ্রেফতার পূর্ব মুহূর্তে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে একটি চিঠির মাধ্যমে দেশের জনগণ এবং আওয়ামী লীগের নেতা-কর্মীদেরকে গণতন্ত্র রক্ষায় মনোবল না হারিয়ে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান। এরপর আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনও গণতন্ত্রপ্রত্যাশী দেশবাসীর ক্রমাগত প্রতিরোধ আন্দোলন, বঙ্গবন্ধুকন্যার আপোষহীন ও দৃঢ় মনোভাব এবং দেশবাসীর অনড় দাবীর পরিপ্রেক্ষিতে ২০০৮ সালের ১১ জুন দীর্ঘ ১১ মাস কারাভোগ ও নানামুখী ষড়যন্ত্রের পর তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয়। মুক্তির মাধ্যমে টানা তিন মেয়াদে সরকার প্রধানের দায়িত্ব পালন করে আজ বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তর করেছেন জাতির জনকের কন্যা। সেই ধারাবাহিকতা রক্ষায় আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকার জন্য ভোট চান মেয়র মুজিব।

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারান্তরিন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু বাজারে খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সভাপতি মোঃ রফিক উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট রনজিত দাশ, নুরুল আজিম কনক, জসিম উদ্দিন চেয়ারম্যান, মির্জা ওবাইদ  রুমেল, মোহাম্মদ মোহীদুল্লাহ,অধ্যাপিকা রোমানা আক্তার,আলিম উদ্দিন আলিম,রমজান আলী জিতু, হাসান সিকদার, দিদারুল আলম, খুরুশকুল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে মোটর সাইকেল শোভাযাত্রায় মেয়র মুজিবুর রহমানকে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা। পরে সভাস্থলে পৌঁছলে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।