২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

লক্ষ্যারচর ইউনিয়ন আ'লীগের সভায়-উপজেলা চেয়ারম্যান জাফর আলম

শেখ হাসিনাকে চকরিয়া-পেকুয়া আসন উপহার দিতে নেতাকর্মীদেরকে প্রস্ততি নিতে হবে

এম.জিয়াবুল হক,(চকরিয়া): বাংলাদেশ আওয়ামীলীগ চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা গতকাল ১৯ জানুয়ারী (শুক্রবার) বিকালে ছিকলঘাটস্থ দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খ.ম বুলেটের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা ছরওয়ার আলম, প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, আলহাজ আবু মুছা, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল আবছার সওদাগর, আবছার উদ্দিন মাহমুদ।
অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও লক্ষ্যারচর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আলহাজ¦ নেছারা বেগম, শামসুল আলম এমইউপি, আবু শমা এমইউপি, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আমান উল্লাহ আমান, ছৈয়দ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন,জয়নাল আবেদীন চৌধুরী জয়নাল, শ্রম সম্পাদক আইযুব ড্রাইভার, আবু তাহের ড্রাইভার, আ.লীগ নেতা ইউপি সদস্য জিয়াবুল করিম, আকবর আহমদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুবাইদুল হক মিন্টু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হাজী মহি উদ্দিন, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের আহবায়ক শরিফুজ্জামান, যুগ্ম আহবায়ক ফাহিমুজ্জামান নয়ন, ছাত্রনেতা অ.স.ম মোমেন, জাবেদ হোসেন ইরফান, মুরাদুল করিম সিফাত, সাদ্দাম, জাবেদ হোসেন বাবু, সাইফুদ্দীন খালেদ প্রমুখ।
অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনগনের কল্যান সাধন করতে হলে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী পদে বসাতে হবে। কারন উন্নয়নের প্রয়োজনে আগামী নির্বাচনে আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। মনে রাখতে হবে আওয়ামীলীগকে পুণরায় রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে না-পারলে বাংলাদেশ আবারও পেছনের দিকে ধাবিত হবে। তাই এখন থেকে আওয়ামীলীগের প্রতিটি ইউনিটের নেতাকর্মীদেরকে সংগঠনের জন্য নিবেদিতভাবে কাজ করতে হবে।
উপজেলা চেয়ারম্যান বলেন, অতীতে অনেক সরকার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় এসেছে। কিন্তু তাঁরা দেশের উন্নয়ন ও জনগনের কল্যাণের চেয়ে নিজেদের কল্যানে বেশি কাজ করেছে। কিন্তু এই ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ম শেখ হাসিনা সরকার একটু ব্যতিক্রম। এই সরকারের মুল লক্ষ্য হচ্ছে দেশের উন্নয়ন অগ্রগতি তরান্তিত করা। জনগনের ক্ষমতায়ন নিশ্চিত করা। তিনি বলেন, সরকারের দুই মেয়াদে সারাদেশে যেভাবে অভুতপুর্ব উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে। ঠিক তেমনিভাবে চকরিয়া উপজেলায় সরকারের উন্নয়ন অগ্রযাত্রার ছোঁয়া লেগেছে।
তিনি আরো বলেন, সরকারের উন্নয়ন সফলতা অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে আবারও আওয়ামীলীগকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আনতে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে যোগ্য নৌকার মাঝির অভাবে গত তিনটি নির্বাচনে আমরা এই আসনটি পুনরুদ্ধার করতে পারিনি। আগামী নির্বাচনে আমরা তা করতে চাইনা। এবারের নির্বাচনে অবশ্যই জননেত্রী শেখ হাসিনাকে চকরিয়া-পেকুয়া আসন উপহার দিতে হবে। সেইলক্ষ্যে এখন থেকে দলের সকলস্তরের নেতাকর্মীদেরকে প্রস্ততি নিতে হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।