হাফিজুল ইসলাম চৌধুরী: কর্মস্থলে কৃতিত্বপূর্ণ কাজের জন্য কক্সবাজারের রামু উপজেলায় শ্রেষ্ঠ সহকারি উপপরিদর্শক (এএসআই) সম্মাননা পেলেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির এএসআই মো. মোনজুর এলাহী ওরফে সোহেল রানা। তাঁর নিজ বাড়ি সন্দ্বীপে।
গত সোমবার (১৫ জুলাই) সকালে পুলিশ লাইন্সের ড্রিল শেডে- জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় (মাসিক অপরাধ পর্যালোচনা সভা জুন-২০১৯) শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তা নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক হিসেবে মোনজুর এলাহীকে ক্রেস্ট, সার্টিফিকেট ও অর্থ পুরস্কার তুলে দেন কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন বিপিএম। এসময় জেলা পুলিশের অন্য উচ্চতর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই সভায় মোনজুর এলাহীসহ জুন মাসে ভাল কাজে কৃতিত্বের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্বারকারী ও শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী মোট ২৫ (পঁচিশ) জনকে অর্থ পুরষ্কার ও সম্মাননা সনদ এবং ট্রাফিক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীগণকে বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।
এএসআই মোনজুর এলাহী ওরফে সোহেল রানা একজন সৎ পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য বাবা-মা, ভাই-বোন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ সকলের কাছে দোয়া কামনা করেছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।