২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

সকলের সহযোগীতায় পারে শিশু বিবাহ রুখতে

বাংলাদেশের সামাজিক সমস্যা গুলোর মধ্যে শিশু বিবাহ অন্যতম, সমাজের সর্বস্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে একে অপরকে সহযোগীতার মাধ্যমে শিশু বিবাহ প্রতিরোধ করতে হবে। গতকাল শিশু বিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উখিয়া-টেকনাফের শিশু ও কিশোরদের জন্য সুরক্ষিত পরিবেশ সৃষ্টি প্রকল্পের আওতায় ইউনিসেফের আর্থিক সহযোগিতায় কমিউনিটি ডেভলাপমেন্ট সেন্টার (কোডেক) কর্তৃক আয়োজিত উপজেলা পর্যায়ের “শিশু বিবাহ প্রতিরোধে ক্যাম্পেইন” শীর্ষক সেমিনারে বক্তারা একথা বলেন। কোডেক পরিচালিত বালুখালী শিশু বান্ধব কেন্দ্র, পালংখালী শিশু বান্ধব কেন্দ্র, কুতুপালং শিশু বান্ধব কেন্দ্র এর কর্ম এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, অভিভাবক ও কিশোর-কিশোরীরা, শিক্ষক প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা উক্ত ক্যাম্পেইনে অংশ নেন। ২৭ মে সকালে উখিয়াস্থ পাল্স বাংলাদেশ প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ আয়োজনে কোডেকের প্রকল্প ব্যবস্থাপক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) এইচ এম মাহফুজুর রহমান। ক্যাম্পেইনের শুরুতে কোরআন তেলোয়াত করেন হাফেজ সাইফুল্লাহ, ধারনা পত্র পাঠ করেন কোডেক ইউনিসেফ প্রকল্পের ট্রেনিং অফিসার নিলুফার বানু, শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, আইনগত সহযোগীতা নিশ্চিত সহ করণীয় বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাজ্জাদুল হক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামীম ভূঁইয়া, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি এড. আবদুর রহিম, পালংখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজল কাদের চৌধুরী ভুট্টো, পালংখালী সিবিসিপিসি এর সহ-সভাপতি নুরুল বশর চৌং, সিবিসিপিসি সদস্য এম.এ মনজুর, কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ মান্নান, বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সবুজ সেন, এনজিও প্রতিনিধি শিলানন্দ বড়–য়া টিটু, শিক্ষকা রীতা বালা দে, ইউনিসেফের শিশু সাংবাদিক ইফতিয়াজ নুর নিশান, উখিয়া কাজী অফিসের কাজী মোঃ নামুজ প্রমূখ। এছাড়া ক্যাম্পেইনে শিশু বিবাহের শিকার ভিকটিম আনোয়ারা, সাজেদা সহ ৫ জন তাদের দুর্বিসহ অবস্থার বর্ণনা করেন। সেমিনারের সঞ্চালনায় ছিলেন, কোডেক ইউনিসেফ প্রকল্পের মনিটরিং ও ডকুমেন্টেশন অফিসার অহিদুল কাদের, সার্বিক সহযোগীতায় ছিলেন কুতুপালং সিএফএস এর ব্যবস্থাপক ফেরদৌস আলম সেলিম, সংগঠক মোঃ ইকবাল চৌধুরী, বালুখালী সিএফএস এর ব্যবস্থাপক আবদুর রশিদ, সংগঠক মোঃ লুৎফুর রহমান, পালংখালী সিএফএস এর ব্যবস্থাপক শাহানাজ বেগম, সংগঠক মোঃ ছৈয়দুজ্জামান। উল্লেখ্য, উখিয়ার ৫টি ইউনিয়নে শিশু বিবাহ প্রতিরোধে সচেতনতা মূলক এ আয়োজন সম্পন্ন করার পর উপজেলা পর্যায়ে কোডেক এ আয়োজন করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।