২৯ নভেম্বর, ২০২৪ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  যারা ক্লাসে ৭০% উপস্থিত থাকবে না তাদের পরিক্ষায় অংশগ্রহন করতে দেওয়া হবে না- শাহাজাহান চৌধুরী   ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান

সকালে অপহরণ, দুপুরে ফেরত : এক জেলে গুলিবিদ্ধ

বিশেষ প্রতিবেদক:
নাফনদীতে মাছ শিকাররত বাংলাদেশী জেলেদের উপর গুলিবর্ষণ করে ৫ জেলেকে সকালে অপহরণের পর দুপুরে ফেরত দিয়েছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি)। এই ঘটনায় এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। বাংলাদেশ সীমান্ত রক্ষী বিজিবির কঠোর হস্তক্ষেপে অপহৃত জেলেদের ফিরিয়ে আনা হয়। টেকনাফ ২বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম ফিরে আনার বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয় সূত্র জানায়,শনিবার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া সংলগ্ন নাফনদীতে একদল বাংলাদেশী জেলে মাছ শিকার করছিল। হঠাৎ মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) শীলখালী ঘাঁটির বিশেষ টহল দল স্পীডবোট নিয়ে এসে বাংলাদেশী জেলেদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এসময় চরজালে মাছ ধরারত কাঞ্জর পাড়ার নুরুল ইসলাম (৩৫) গুলিবিদ্ধ হন।
গুলিকরে চলে যাওয়ার সময় বিজিপি সদস্যরা স্থানীয় আব্দুল গফুরের ছেলে আজিজুল্লাহ, মৃত আব্দুল শুক্কুরের ছেলে ইয়ার মোহাম্মদ, মৃত নুরুল আলমের ছেলে শাহ আলম, আব্বাসের ছেলে মো. রফিক ও আব্দুল জলিলের ছেলে পেটান আলীকে নৌকা-জালসহ অপহরণ করে নিয়ে যায়।
গুলিবিদ্ধ জেলে নুরুকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাঞ্জর পাড়া বাজারে নিয়ে আসে তার কয়েক সহযোগি। তাকে কুতুপালং শরণার্থী ক্যাম্পের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
টেকনাফ ২বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এসএম আরিফুল ইসলাম জানান, নাফনদীতে মাছ শিকার বন্ধ করা হলেও জেলেরা চুরি করে জলসীমা অতিক্রম করায় এই ঘটনার সুত্রপাত। তবে অপহৃত জেলেদের ফিরে আনার কথা স্বীকার করেন তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।