২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

সড়কে ঝড়ল ১৩ প্রাণ!

সিরাজগঞ্জের কামারখন্দ, ফরিদপুর, সুনামগঞ্জ, নাটোর, মানিকগঞ্জ, সাতক্ষীরা, কুমিল্লার চান্দিনা ও নোয়াখালীতে আলাদা সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন নিহত হয়েছে। এ ব্যাপারে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

সিরাজগঞ্জ : কামারখন্দে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে পড়ে নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৭ যাত্রী। গতকাল রবিবার দুপুরে মহাসড়কের তালুকদার বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মোটরসাইকেল আরোহী শাপলা খাতুনের (২৭) পরিচয় পাওয়া গেছে। তিনি গাইবান্ধার সাঘাটার শিমুলবাড়ী গ্রামের রাশেদ মিয়ার স্ত্রী। বাকি নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ফরিদপুর : ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় গতকাল সকালে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁরা হলেন ঈশান গোপালপুর ইউনিয়নের চরনশিপুর গ্রামের মৃত নূর মোহাম্মদ পালের ছেলে ইদ্রিস পাল (৪৯) ও দুর্গাপুর গ্রামের শুকুর আলীর ছেলে মোনায়েম হোসেন মুন (৪১)। তাঁরা দুজনই গরু ব্যবসায়ী ছিলেন।

সুনামগঞ্জ : সুনামগঞ্জ শহরতলির ব্রাহ্মণগাঁও এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দাখিল পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছে। আরো দুজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদের সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জ-দোয়ারাবাজার সড়কের ব্রাহ্মণগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলো মাইজবাড়ী আলহেরা মাদরাসার দাখিল পরীক্ষার্থী পাভেল আহমদ (১৭) ও মাইজবাড়ী এলাকার সোহাগ আহমদ (১৬)।

সিংড়া (নাটোর) : নাটোর-বগুড়া মহাসড়কে নাটোরের হাগুরিয়া সেতুর কাছে গতকাল সকালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সিংড়া শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনহাজুর রহমান মিঠু (৩৫) নিহত হয়েছেন। মিঠু সিংড়া পৌর শহরের নিংগইন মহল্লার হবিবর রহমানের ছেলে।
মানিকগঞ্জ : মানিকগঞ্জ সদরের গড়পাড়া ইউনিয়নের চান্দর এলাকায় গতকাল সকালে ট্রাকচাপায় মো. আরিফ হোসেন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আরিফ সদর গড়পাড়া ইউনিয়নের পাঞ্জনখাড়া এলাকার শমসের আলীর ছেলে ও গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

সাতক্ষীরা : সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া নামক স্থানে গতকাল সকালে গাড়ির ধাক্কায় কামরুল ইসলাম (৩৪) নামের এক ট্রলিচালক নিহত হয়েছেন। কামরুল সাতক্ষীরা সদর উপজেলার ইন্দিরা গ্রামের আব্দুল খালেকের ছেলে।

নোয়াখালী : রামগঞ্জ-সোনাইমুড়ী সড়কের সোনাইমুড়ী বাইপাস এলাকায় গতকাল ভোরে বাসচাপায় সাহাব উদ্দিন (৫৬) নামের এক পথচারী নিহত হয়েছেন। সাহাব উদ্দিন সোনাইমুড়ী পূর্ব পাড়া এলাকার চান মিয়া ব্যাপারীবাড়ির আবদুল মোতালেবের ছেলে।

চান্দিনা (কুমিল্লা) : চান্দিনা-বদরপুর সড়কের বাড়েরা নামক এলাকায় গত শনিবার সিমেন্টবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এমরান নামের এক যুবক নিহত হয়েছেন। এমরান চান্দিনার মহিচাইল উত্তরপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে। গত শুক্রবার তাঁর বিয়ে হয়েছিল। শনিবার ছিল তাঁর বৌভাত অনুষ্ঠান।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামের জোনাইল-রাজাপুর সড়কের সৈয়দ মোড় এলাকায় গত শনিবার সন্ধ্যায় বালুবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মামুন হোসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। মামুন গোপালপুর উত্তরপাড়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

ভূঞাপুর (টাঙ্গাইল) : ভূঞাপুরে খুপিবাড়ী নামক স্থানে গতকাল সকালে দুটি ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।

সূত্রঃ কালের কণ্ঠ

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।