২২ নভেম্বর, ২০২৪ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা   ●  রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক চোরা চালানের গডফাদার ফরিদ ফের সক্রিয়

সদর উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্টিত

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার সদর উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার
জাতীয় পতাকা এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

দিনব্যাপী বালক ও বালিকাদের ৩২ টি ইভেন্ট শেষে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী ১১৪ জন বিজয়ীর হাতে মেডেল, সার্টিফিকেট ও মহামূল্যবান বই (কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী ও আমার দেখা নয়া চিন) তুলে দেয়া হয়।

উদ্বোধনী প্রোগ্রামসহ দিনের ভিন্ন ভিন্ন সময়ে কক্সবাজার ৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম উদ্দিন, অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারিসহ অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষকমণ্ডলীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া বলেন, শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার মধ্য দিয়ে উপজেলার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হয়েছে।

উল্লেখ্য, বিগত ২৪ ও ২৫ জানুয়ারি ইউনিয়ন পর্যায়ে ২টি অঞ্চলে (উত্তর ও দক্ষিণ) অনুষ্ঠিত প্রতিযোগিতার বিজয়ীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করে। উপজেলা পর্যায়ে বিজয়ী ১১৪ জনের মধ্যে প্রথম স্থান অধিকারী ৩৮ পরবর্তীতে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।