১৭ এপ্রিল, ২০২৫ | ৪ বৈশাখ, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হলেন এড. রেজাউর রহমান

সদরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে

সংবাদ বিজ্ঞপ্তিঃ কক্সবাজার সদর উপজেলায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ ‘শ্রেষ্ঠ কমিউিনিটি পুলিশিং সদস্য’ হিসেবে সম্মাননা স্মারক পেয়েছেন সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এড. সৈয়দ মোঃ রেজাউর রহমান। শনিবার (২৮ অক্টোবর) পুলিশই জনতা, জনতাই পুলিশ এই স্লোগানকে ধারণ করে প্রথম বারের মতো পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০১৭। এ উপলক্ষ্যে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে কমিউিনিটি পুলিশের সদস্য ও জেলা পুলিশের সমন্বয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী প্রদক্ষিন করে সৈকত পাড়ের বিয়াম অডিটরিয়ামে শেষ হয়। এর পরেই জেলা পুলিশের আয়োজনে একটি আলোচনা সভার অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের শেষে আলোচনা সভার প্রধান অতিথি কক্সবাজার-সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, জেলা প্রশাসক মোঃ আলী হোসেন ও কক্সবাজার জেলা পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন এই সম্মাননা স্বারকটি তুলে দেন সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান হাতে।
এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এডভোকেট আমজাদ হোসেন প্রমুখ।
সম্মাননা স্বারক প্রদান কালে বক্তারা বলেন, জনগনকে সম্পৃক্ত করে পারষ্পরিক সহযোগিতা ও অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করছে কমিউনিটি পুলিশিং কমিটি। এছাড়া মাদক, জঙ্গী ও সন্ত্রাস দমন এবং সামাজিক সমস্যা সমাধানের কার্যকরী প্রদক্ষেপের সৃদৃঢ় বাস্তবায়নের কাজ করছে।
বক্তারা মনে করেন, এ স্বীকৃতি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল ও বেগমান করবে মর্মে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।