১০ মার্চ, ২০২৫ | ২৫ ফাল্গুন, ১৪৩১ | ৯ রমজান, ১৪৪৬


শিরোনাম
  ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক

সমবায় অর্থনৈতিক অঙ্গনে ভূমিকা রাখে

received_1820520661539500
‘সমবায়ের দর্শণ টেকসই উন্নয়ন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনাসভাসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলায়ও ৪৫তম জাতীয় সমবায় দিবস ২০১৬ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, সমবায় র‌্যালীর আয়োজন করা হয়। শনিবার ৫ নভেম্বর সকাল সাড়ে ১০ টায় জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ কামাল বলেন- সমবায় একটা আন্দোলন, অনেক চরাই-উৎরাই পেরিয়ে এটি আজও টিকে আছে। সমবায় অর্থনৈতিক অঙ্গনে বিরাট ভূমিকা রাখে, এর মাধ্যমে গড়ে ওঠে ঐক্য।
সভাপতির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যউচিং চাক বলেন- দেশের উন্নয়নে সমবায়ী ব্যবস্থা কার্যকর অবদান রাখতে সক্ষম। তাই সকল মানুষের উচিত সমবায়ী হয়ে দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা।
উপজেলা আওয়ামীলীগ সদস্য সচিব মো: ইমরান মেম্বার বলেন- সরকার সমবায় নিয়ে যেসব কার্মকান্ড চালিয়ে যাচ্ছে সাধারণ জনগণের মাঝে তা আরো বেশি আকারে প্রচার প্রচারণা করা প্রয়োজন। যুবকরাই পারে বর্তমান সরকারের ভিশন বাস্তবায়নে অগ্রনী ভূমিকা রাখতে।
উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো: শাহ আলম ও সমবায় অধিদপ্তরের সহকারী উপ পরিদর্শক শামসুন নাহারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবদুস সাত্তার, সমবায় চেয়ারম্যান মো: ফোরকান, সাবেক সভাপতি মো: ইসলাম, ডলুঝিরি পরিবেশ ও এগ্রো ফার্মের সভাপতি আফসার কামাল, ক্রেডিট কো-অপারেটিব ব্যবস্থাপক মো: এরশাদ রহমান, জাহেদ হোসেন।
র‌্যালীতে অংশ গ্রহন করেন ডলুঝিরি পরিবেশ ও এগ্রো ফার্ম সমবায় সমিতি লি:, নাইক্ষ্যংছড়ি বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি:, নির্মান শ্রমিক সমবায় সমিতি লি:, ডলুঝিরি এগ্রো ফার্ম সমবায় সমিতি লি, নাইক্ষ্যংছড়ি শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লি:, বাইশারী প্রতিজ্ঞা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি, সোনালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি, বাইশারী টম টম চালক সমবায় সমিতি লি:, নাইক্ষ্যংছড়ি মাহিন্দ্রা সিএনজি সমবায় সমিতি লি:, থানা সদর বহুমুখী সমবায় সমিতি লি:।
র‌্যালীর শুরুতে উপজেলা মাঠ প্রাঙ্গনে সমবায় সমিতির পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। সভাশেষে দুই সমবায়ী মো:আবছার ও মো:ইসলামকে শ্রেষ্ট সমবায়ী হিসেবে সনদ প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শ্রেষ্ট সমবায়ী হিসেবে সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।