তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে সমুদ্রে টহলরত সিজিএস পোর্টে গ্রান্ডের একটি অপারেশন দল চট্টগ্রাম বহির্নোঙ্গর এলাকায় যায়। ভোর ৫টায় বহির্নোঙ্গরের সাঙ্গু নদীর মোহনায় একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশী করার জন্য কাছে ডাকে।
তিনি আরও জানান, নৌকাটি তীরের দিকে এগোতে থাকলে কোস্টগার্ড অপারেশন দল নৌকাটিকে তাড়া করে। একপর্যায়ে চোরাকারবারি দল তীরে নৌকাটি ভিড়িয়ে পালিয়ে যায়। পরে নৌকায় তল্লাশী করে বিভিন্ন ধরনের ১৯৪৪ বোতল-ক্যান বিদেশী মদ ও বিয়ার পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।