কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, দিনদিন মাকদের আগ্রাসন যেমন বেড়ে চলেছে; তেমনি জঙ্গি ও সন্ত্রাসবাদও বর্তমান সময়ে সবচেয়ে ভয়ানক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। খেলাধুলা দিয়েই সমাজ তথা দেশের এই সকল অসঙ্গতি দূর করতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাতে কক্সবাজার প্রেসক্লাব মাঠে আয়োজিত সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম মিডিয়াকাপ ব্যাডমিন্টন টুর্ণামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘পর্যটন নগরী হিসেবে এখানে সাইকেলের জন্য আলাদা একটি সড়ক থাকা জরুরি। সৈকতে সার্ফিং ভবন নির্মাণের জন্য জায়গা খোঁজা হচ্ছে। ইতোমধ্যে একটি ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। রামুতে এক লাখ দর্শক ধারণ ক্ষমতার একটি ফুটবল স্টেডিয়ামও নির্মানাধীন। সব মিলিয়ে কক্সবাজারকে স্পোর্টস ট্যুরিজম হিসেবে গড়ে তুলা হচ্ছে’।
গতকালের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ক গ্রুপে আয়ুব-দীপু বনাম মানিক-আমিন জুটি। এতে তীব্র লড়াই করে চ্যাম্পিয়ন ট্রপি ছিনিয়ে নেয় আয়ুব-দীপু জুটি। ঘ গ্রুপে মুখোমুখি হয় পিন্টু-আয়াছ বনাম তাহের-মুজিব জুটি। দর্শক মাতিয়ে জয় লাভ করেন তাহের-মুজিব জুটি। এর আগে বুধবার খ গ্রুপে চ্যাম্পিয়ন হয় মিন্টু-লিপু জুটি। রানারআপ ট্রপি অর্জন করেন ইমরুল-রুবেল জুটি। গ গ্রুপে চ্যাম্পিয়ন ছৈয়দ-মিজান জুটি। রানারআপ হয় আরোজ-মুহিব জুটি। আলোচনা সভা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ জুটি ছাড়াও অংশগ্রহণকারি সবার হাতে পুরস্কার তুলে দেন। কক্সবাজার প্রেসক্লাবের সহযোগিতায় এই টুর্ণামেন্ট আয়োজন করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আফ্রাজুল হক টুটুল, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সমন্বয়ক বদিউল আলম, ট্যুরিস্ট পুলিশের জ্যেষ্ঠ সহকারি পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক হাসানুর রশিদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলামের পুত্র নজিবুল ইসলাম।
স্বাগতবক্তব্য রাখেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক প্রিয়তোষ পাল পিন্টু। আলোচনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এবং ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য তৌফিকুল ইসলাম লিপু।
আলোচনা সভায় চট্টগ্রাম থেকে টেলিকনফারেন্সে যোগ দেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও দৈনিক কক্সবাজারের সম্পাদব মোহাম্মদ নূরুল ইসলাম। তিনি বলেন, ‘সমাপনী অনুষ্ঠানে আমার উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সম্ভব হয়নি। শারিরিকভাবে অসুস্থ হলেও মানষিকভাবে প্রস্তুত ছিলাম। তিনি বলেন, ‘আমাকে ঘিরে আমার হাতে গড়া প্রেসক্লাবের মাঠে আজ যে টুর্ণামেন্ট আয়োজন করা হয়েছে এটি অত্যন্ত প্রাপ্তির। আমি কৃতজ্ঞ প্রিয় সহকর্মীদের প্রতি। তাঁরা যেন এই টুর্ণামেন্টের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত রাখে’।
অ্যাড. সিরাজুল মোস্তফা বলেন, ‘এই টুর্ণামেন্টে বায়োজ্যেষ্ঠ সাংবাদিকেরাও খেলেছেন। এটি অত্যন্ত আনন্দের বিষয়। এর থেকে তরুণ প্রজন্ম প্রেরণা পাবে’।
তিনি বলেন, ‘মামলা মোকদ্দমা দিয়ে তরুণ প্রজন্মকে অপরাধ কর্মকান্ড থেকে দূরে রাখা যাবে না। তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদকমুক্ত করতে হলে সাংস্কৃতিক ও ক্রীড়া বিল্পব গড়াতে হবে’।
আবু তাহের চৌধুরী বলেন, ‘এমন একজন ব্যক্তির নামে এই টুর্ণামেন্ট আয়োজন করেছি যিনি এই অঞ্চলের সাংবাদিকতার প্রথ-প্রদর্শক। যিনি আমাদের সারাজীবন অনেক কিছু দিয়েছেন তাঁর জন্য সামান্যটুকু করতে পেরে আমরা ধন্য। আগামিতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে’।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।