২৪ এপ্রিল, ২০২৫ | ১১ বৈশাখ, ১৪৩২ | ২৫ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সম্মিলিত সাংস্কৃতিক জোটের অমর একুশের আয়োজন

একুশের অমোঘ বাণী দিয়াছে সূর্য আনি, বাংলা প্রাণের সুর এই শ্লোগানে অমর একুশের বীর ভাষা শহীদদের স্মরণে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে ০২ দিনের কর্মসূচী শুরু করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখা।

অমর একুশের আয়োজনের সূচনা পর্বে (২০ ফেব্রুয়ারী) সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার জেলা শাখার সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলনের সভাপতিত্বে, সাংস্কৃতিক সংগঠক প্রকৌশলী অন্তিক চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সাধারণ সম্পাদক মোঃ নজিবুল ইসলাম,সত্যেন সেন শিল্পী গোষ্টীর সভাপতি খোরশেদ আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ সভাপতি এড.রিদুয়ান আলী,সহ সাধারণ সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, সৈকত খেলাঘর আসরের সভাপতি নুপুর বড়ুয়া,সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক প্রমুখ।

এসময় বক্তারা বলেন,অমর একুশের চেতনা সাম্প্রদায়িক রাষ্ট্র নয়। এদেশে সর্বক্ষেত্রে মাতৃভাষার প্রচলন এবারের একুশের অঙ্গীকার।

এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় পরিষদ সদস্য নাট্যজন এড.তাপস রক্ষিত,কবি আসিফ নূর, শাহানা মজুমদার চুমকি,প্রিয়া দত্ত, ফরমান উল্লাহ,কাজী তামজিদ পাশা, সায়ন্তন ভট্টাচার্য্য প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সত্যেন সেন শিল্পী গোষ্ঠী,সৈকত খেলাঘর আসর, সৃজন সংগীত ভূবন।

দুদিন ব্যাপী আয়োজনের অংশ হিসেবে আগামীকাল ২১ ফেব্রুয়ারী সন্ধ্যা ০৬.০০ টায় গান, আবৃত্তি, কথামালা অনুষ্ঠিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।