২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

সরকার দ্বীপবাসীর জানমাল রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করছে- এমপি বদি

হুমায়ূন রশিদ, টেকনাফ
টেকনাফ শাহপরীরদ্বীপ,সাবরাং বাসীর জীবন ও বসতি রক্ষার দীর্ঘদিনের একমাত্র প্রাণের দাবী শাহপরীর দ্বীপের ৬৮নং পোল্ডারের সী-ডাইক অংশের প্রতিরক্ষা বেড়িবাঁধ পূণ:নিমার্ণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এরফলে স্থানীয় জনসাধারনের মধ্যে স্বস্থি দেখা দিয়েছে।
১৯ অক্টোবর সকাল ১১টায় উপজেলার সাবরাং ইউনিয়নের হারিয়াখালী ভাঙ্গার মুখস্থ মাঠে উক্ত প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে একসভা কক্সবাজার জেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শফিক মিয়া, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ,কক্সবাজার জেলা পাউবোর এক্সিয়েন শফিকুর রহমান,ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান নৌবাহিনীর লেঃ কর্ণেল আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা আলহাজ্ব সোনা আলী,টেকনাফ উপজেলা আওয়ামী লীগ নেতা জহির হোসেন (এমএ) প্রমুখ। এছাড়া টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহেদ হোসেন ছিদ্দিক,নৌবাহিনীর লেঃ কর্ণেল আব্দুল মালেক,টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) শেখ আশরাফুজ্জামান,প্রবীণ আওয়ামী লীগ নেতা মাষ্টার জাহেদ হোছন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলম বাহাদুরসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
এতে এমপি আব্দুর রহমান বদি বলেন,একটু বিলম্বে হলেও শাহপরীরদ্বীপ,সাবরাং বাসীর দুঃখ-দূর্দশা লাঘবে বর্তমান সরকার এই প্রকল্প একনেকে অনুমোদনের পর শাহপরীরদ্বীপের ৬৮নং পোল্ডারের সী-ডাইক অংশের প্রতিরক্ষা বেড়িবাঁধ ১০৬ কোটি টাকা ব্যয়ে পূণ:নিমার্ণ কাজ শুরু করেছেন। এতেই এই অঞ্চলের বাস্তুহারা মানুষ তাদের ঠাঁই খুঁজে পাবে। তাই নই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরো কক্সবাজারকে উন্নয়নে ঢেলে সাজানোর জন্য ৯৫হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু করেছেন। তা বাস্তবায়িত হলে পুরো কক্সবাজারের চেহারাই বদলে যাবে। বিশ্বের অত্যাধূনিক মডেলের পর্যটন কেন্দ্র সমুহকে হার মানিয়ে বিশ্বে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় হিসেবে পুরো কক্সবাজারই গড়ে উঠবে। এইজন্য আগামী জাতীয় নির্বাচনেও জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিপূল ভোটে বিজয়ী করে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার আহবান জানানো হয়। এতে আরো জানানো হয় এমনিতে প্রাকৃতিক দূর্যোগে শাহপরীরদ্বীপ প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে স্থানীয় মানুষের জীবনে দূর্ভোগ নেমে এসেছে। তার উপরে সম্প্রতি বিভিন্ন পয়েন্ট রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে বেড়িবাঁধ সমুহ বিলীন হয়ে যাচ্ছে। সরকার এসব বেড়িবাঁধ রক্ষার ব্যাপারে দ্রুত পদক্ষেপ না নিলে আসন্ন বর্ষায় উপকূলীয় মানুষের জীবনে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশংকা প্রকাশ করা হয়। এরপর অতিথিবৃন্দ এই প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক ফলক উম্মোচন করে বিশেষ মোনাজাত করেন। উল্লেখ্য,১০৬কোটি টাকা ব্যয়ে কক্সবাজার জেলা পানি উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে এবং নারায়নগঞ্জের সেনাকান্দায় বাংলাদেশ নৌবাহিনীর ঠিকাদারী প্রতিষ্ঠান ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড এই কাজ শুরু করেছেন। ৭ফুট উচু বেড়িবাঁধ,দীর্ঘ ৩কিলোমিটার আরসি ব্লক দ্বারা এই প্রকল্পের কাজ বাস্তবায়িত হবে। এই প্রকল্প বাস্তবায়নে কোন প্রকার অনিয়ম,দূর্র্নীতি মেনে নেওয়া হবেনা আর স্থানীয় কোন মহল এই প্রকল্প বাস্তবায়নে বাঁধা দাড়ালে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই প্রকল্পের মেয়াদ আগামী ২০১৯সালের জুন হলেও আগামী ২মাসের মধ্যে উক্ত এলাকায় জোয়ার-ভাটার পানি প্রবেশ বন্ধ করা এবং বছরের মধ্যে টেকসই,মজবুত প্রতিরক্ষা বেড়িবাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করার উপর গুরুত্বারোপ করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।