১৭ এপ্রিল, ২০২৫ | ৪ বৈশাখ, ১৪৩২ | ১৮ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

সরকারী কোষাগার থেকে বেতন-ভাতার দাবিতে চকরিয়ায় পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

সরকারী কোষাগার থেকে বেতন-ভাতা দাবিতে পৌর ভবনের সামনে পুর্ণদিবস কর্মবিরতি পালন করে চকরিয়া পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

 এম.জিয়াবুল হক,চকরিয়া:: সারা দেশের ন্যায় পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কক্সবাজারের চকরিয়া পৌরসভায় পূর্ণদিবস কর্মবিরতি পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টা থেকে অফিসের সব ধরনের কাজ বন্ধ রেখে পৌরসভার সামনে অব¯’ান নেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে কার্যত অচল থাকে পৌরসভার প্রশাসনিক কার্যক্রম।
কর্মসুচীতে সভাপতিত্ব করেন চকরিয়া পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোস্তাক আহমদ। সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন চট্রগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক ও কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু রাশেদ মোহাম্মদ জাহেদ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন চট্রগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা পৌরসচিব মাস-উদ মোর্শেদ, সহ-সাংগঠনিক সম্পাদক কর আদায়কারী জহুরুল মওলা, প্রচার সম্পাদক বিল্ডিং পরির্দশক রাজিফ চৌধুরী।
কর্মবিরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি ধর, মেডিক্যাল অফিসার ডাক্তার মো.লোকমান, হিসাব রক্ষন কর্মকর্তা সফায়াত হোসেন, প্রশাসনিক কর্মকর্তা ছৈয়দুল হক আজাদ, বস্তি উন্নয়ন কর্মকর্তা রেহেনা আক্তার বানু, বাজার পরিদর্শক বশির আহমদ, কর নির্ধারক ফরিদ আহমদ, উচ্চমান সহকারী ওসমান গনী, অফিস সহকারী আবদুল হামিদ, সহকারী কর আদায়কারী নুরুল আবছার, রাকিব হাসান, মোহাম্মদ এমরান, ছলিম উল্লাহ, আদায়কারী রাশেদ কামাল, জানে আলম, মৌলানা রিদুয়ানুল হক, পরিচ্ছন্ন পরিদর্শক আবুল কালাম, স্যানিটারী পরির্দশক হায়দার আলী, ঠিকাদানকারী সুপার ভাইজার নাজেম উদ্দিন, সহকারী ঠিকাদানকারী চম্পক দত্ত, আবদুল লতিফ, মিনহাজ উদ্দিন, রফিক আহমদ, বিদ্যুৎ লাইনম্যান ফরিদুল আলম, সহকারি রফিকুল আলম, অফিস সহায়ক আলী আকবর, খোকন চৌধুরী, নুরুল আমিন, আব্বাস আহমদ, আবছার, আক্তার, সেলিম, মোহাম্মদ সফি প্রমুখ।
পূর্ণদিবস কর্মবিরতী পালনকালে বক্তারা বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনসন প্রথা চালু করতে হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলতে থাকবে বলেও জানান তারা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।