২৪ অক্টোবর, ২০২৪ | ৮ কার্তিক, ১৪৩১ | ২০ রবিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্র   ●  কক্সবাজারে আদালত ঘেরাও করলো বৈষম্যবিরোধী ছাত্ররা   ●  আওয়ামী দোসরদের পক্ষে আইনি লড়াইয়ে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা   ●  জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি আবু সালেহ ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রধান   ●  উখিয়ায় পাহাড় ধ্বসে যুবকের মৃত্যু   ●  আকাশে উড়লো ফানুস, বাঁকখালী নদীতে ভাসলো ‘কল্প জাহাজ’   ●  সম্পত্তির লোভে চাচার ষড়যন্ত্রে ভাতিজা অপহরণ, তিনদিন পর উদ্ধার   ●  টেকনাফে ছাত্রদল নেতা ইয়াবাসহ আটক!   ●  ৫দিনের রিমান্ডে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর   ●  সেন্টমার্টিন থেকে ফিরার পথে স্পিডবোট ডুবি, নিখোঁজ ১

সাংবাদিক হাফিজের বড় ভাই তাজুলের পঞ্চম মৃত্যু বার্ষিকী আজ

প্রেস বিজ্ঞপ্তি : রামুর গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের প্রয়াত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম চৌধুরীর পঞ্চম মৃত্যু বার্ষিকী আজ ১৩ জুলাই। মৃত্যুবার্ষিকীতে শুভানুধ্যায়ী ও আত্মীয়স্বজনকে দোয়া করার জন্য মরহুমের একমাত্র ছোট ভাই সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী অনুরোধ জানিয়েছেন।
তাজুল ইসলাম চৌধুরী বৃহত্তর গর্জনিয়ার (গর্জনিয়া, কচ্ছপিয়া ও ঈদগড়) সফল চেয়ারম্যান প্রয়াত ইসলাম মিয়া চৌধুরী ও বিশিষ্ট জমিদার প্রয়াত আলহাজ্ব নাজের চৌধুরীর নাতি এবং উপজেলা আওয়ামী লীগ নেতা শিক্ষানুরাগী হাবিব উল্লাহ চৌধুরীর বড় ছেলে।
সূত্র জানায়- ২০১৪ সালের ১৩ জুলাই ভোর রাতে (পবিত্র রমজানে মাসে) মাত্র ২৪ বছর বয়সে রাজনৈতিক নেতা, সহকর্মী ও আত্মীয়-স্বজন ছেড়ে অকালে পরাপারে চলে যান তরুণ সমাজকর্মী তাজুল ইসলাম চৌধুরী।
তিনি মাধ্যমিক জীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। প্রথমে গর্জনিয়া উচ্চবিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, পর্যায়ক্রমে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সর্বশেষ মৃত্যুর আগ পর্যন্ত অত্যন্ত সততার সহিত-গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও গর্জনিয়া এম.ই বিদ্যাপীঠ (কে.জি) স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য, আলহাজ্ব নাজের নূর ফাইন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমলের একনিষ্ট সৈনিক হিসেবে তাজুল ইসলাম চৌধুরী সমাজ জীবনে অনেক অবদান রেখেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।