রায়হান সিকদার,(লোহাগাড়া): সাতকানিয়া লোহাগাড়া সাংসদ, আল্লামা ফজলুল্লাহ্ ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা, বিশ্ব বরণ্যে আলেমেদীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপির পক্ষ থেকে গত ৯ নভেম্বর বিকেলে চরম্বা জামেউল উলুম দাখিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে চরম্বা ইউনিয়নে বন্যা হাতির আক্রমণে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারগুলো এবং হত দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য, চরম্বা জামেউল উলুম দাখিল মাদ্রাসা ও লোহাগাড়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সভাপতি, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সমাজকর্মী আরমান বাবু রুমেল।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরম্বা ইউপি চেয়ারম্যান ও চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার মো: শফিকুর রহমান, চরম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চরম্বা শাহ্ আখতারিয়া এতিমখানার সেক্রেটারী সাবেক ছাত্রনেতা মো: আসহাব উদ্দিন, চরম্বা জামেউল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবুল কাশেম, চরম্বা ইউপি মেম্বার সমাজ সেবক মো: সৈয়দ হোসেন, ইউপি মেম্বার মো: জয়নাল আবেদীন, ইউপি মেম্বার মো: সোলাইমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও আওয়ামীলীগ নেতা মো: ইব্রাহীম, যুবলীগ নেতা মো: আইয়ুব কোম্পানী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সমাজকর্মী মো: আরমান বাবু রুমেল বলেছেন, বর্তমান সরকার অসহায় ও দুঃখী মানুষের সরকার। মানুষের ভাগ্যের পরিবর্তনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সারাদেশে ব্যাপক ভাবে উন্নয়ন সাধিত হচ্ছে বলেও তিনি জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।