২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

সাকিবের জন্য কেকেআরের মরিয়া উদ্যোগ

আইপিএল টেনে কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ রাজকোটে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে। এই ম্যাচে বাংলাদেশের সাকিব-আল-হাসানকে খেলানোর মরিয়া চেষ্টা চলছে বলে জানিয়েছেন কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর। তিনি বলেছেন, ‘সাকিব এখন বাংলাদেশের হয়ে শ্রীলঙ্কা সফরে রয়েছে। ৬ এপ্রিল বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলবে সাকিব। দলের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে সেদিনই যাতে সাকিবকে কোনো বিমানে চড়িয়ে সোজা রাজকোটে পৌঁছে দেয়া যায়। সেটা হলে ও প্রথম ম্যাচেই খেলতে পারবে।’
এদিকে চোট সমস্যা থাবা বসিয়েছে কলকাতা নাইট রাইডার্সেও। পেসার উমেশ যাদব নাকি প্রথম দিকে বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না বলে শোনা যাচ্ছে। তবে এই ব্যাপারে তার কাছে কোনো খবর নেই বলে দাবি বেঙ্কির। তিনি আনো বলেন, ‘যদি কোনো খবর থেকে থাকে তাহলে বিসিসিআইয়ের উচিত সেটা প্রকাশ্যে আনা।’
ইডেনের উইকেটের প্রশংসা শোনা গেছে কেকেআর সিইও’র গলায়। তিনি বলেছেন, ‘ইডেনের পিচ খুব ভালো হয়েছে। আমার তো মনে হয় এবারের আইপিএলে সেরা মাঠের শিরোপা পাবে ইডেন।’
গৌতম গম্ভীর, ইউসুফ পাঠান, রবীন উথাপ্পারা শুক্রবার ইডেনে একটি অনুশীলন ম্যাচ খেলেন। কিন্তু কোচ জ্যাক ক্যালিস এখনো দলের সঙ্গে যোগ দেননি। এবারের নিলামে কেকেআর কিনেছে ক্রিস ওকস, ট্রেন্ট বোল্টের মতো তারকাদের। কিন্তু তারাও এখনো কলকাতায় পা রাখেননি। বেঙ্কি জানিয়েছেন, ‘ভিসা সমস্যার কারণে ক্রিকেটারদের আসতে দেরি হচ্ছে। তবে দু’তিন দিনের মধ্যে সব ক্রিকেটার, কোচ দলের সঙ্গে যোগ দেবে বলে আমরা আশাবাদী। সুনীল নারিন টি-২০ ম্যাচ খেলছে। আমরা ৪ এপ্রিল রাজকোটের উদ্দেশে রওনা হব। নারিন হয়তো পরে দলের সঙ্গে যোগ দেবে।’

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।