দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া ঐতিহ্যবাহী জনার কেওচিয়া ওবায়দিয়া মাদ্রাসার কমিটি গঠিত হয়েছে। ১৭ সদস্য বিশিষ্ট সভাপতি মনোনীত হয়েছেন কেরানীহাট মা-শিশু জেনারেল হসপিটালের নির্বাহী চেয়ারম্যান মো. ওসমান আলী। কমিটির অন্যান্যরা হলেন, প্রধান উপদেষ্টা, এএফএম নেছারুল হক, উপদেষ্টা যথাক্রমে মাষ্টার মোহাম্মদ ইউনুছ,এহছানুল কবির বাবলু,আজিজুল হক, সামশুল ইসলাম। সিনিয়র সহ-সভাপতি মাষ্টার জয়নাল আবেদীন,সহ-সভাপতি যথাক্রমে সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, সাংবাদিক জাহাঙ্গীর আলম,এহছানুল গনি,সাধারণ সম্পাদক এহছানুল কাইয়ুম টুটুল, সদস্য যথাক্রমে মুহাম্মদ ছফি উল্লাহ, মোহাম্মদ ইউনুছ, মোহাম্মদ আলী, মোহাম্মদ জামাল ও ওসমান গনি। এদিকে ১৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে নব গঠিত কমিটির পরিচিতি সভা মাদ্রাসা মিলনায়তনে প্রধান উপদেষ্টা এ এফ এম নেছারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।