রায়হান সিকদার, লোহাগাড়া:: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের করাইনগর বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে গত ১৩ অক্টোবর বিকেলে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য, আল্লামা ফজলুল্লাহ্ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক, সাংসদ ড. নদভীর সুযোগ্য সহধর্মীনি সমাজকর্মী মিসেস রিজিয়া রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিসেস শাহিদা আক্তার জাহান, জেলা পরিষদ সদস্য ও সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন, সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান মো: নেজাম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও সাতকানিয়া বিআরডিবির চেয়ারম্যান এরফানুল করিম চৌধুরী, সাতকানিয়া উপজেলা মহিলা নেত্রী নুরুন্নাহার বেগম, সদর ইউনিয়ন মহিলা মেম্বার নার্গিস আক্তার মুন্নিসহ উপজেলার মহিলা নেতৃবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।